SSC Scam : আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে দুর্নীতির প্রতীকী অসুর বধ
Protest : দশমীর সকালে ৫৭০ দিনে পড়ল এসএসসির চাকরিপ্রার্থীদের দাঁতে দাঁত চাপা এই লড়াই। বুধবার সকাল থেকে দিকে দিকে যখন বিজয়ার মিষ্টিমুখ শুরু হলেও তখনও তাঁরা শুকনো মুখে রাস্তায় বসে।
হিন্দোল দে, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক, কলকাতা : আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে অসুর বধ! দশমীতে, অশুভ-বিনাশের প্রতীক হিসেবে, বিভিন্ন জায়গায় রাবণ দহন হয়েছে। আর সেই দিনই নিয়োগে দুর্নীতির (SSC Scam) অসুরের চির-বিসর্জন চেয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। আবার বিজয়া দশমী থেকেই, ফের আন্দোলনে বসলেন প্রাইমারি শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা।
৫৭০ দিনের লড়াই...
পুজোর (Durga Puja 2022) চারটে দিন গোটা বাংলা যখন আনন্দস্রোতে গা ভাসিয়েছে, তখন উৎসবের আলো থেকে অনেক দূরে, চূড়ান্ত অনিশ্চয়তায় দিন কাটিয়েছে এসএসসির আন্দোলনকারীরা (SSC Job Aspirants)। দশমীর সকালে ৫৭০ দিনে পড়ল এসএসসির চাকরিপ্রার্থীদের দাঁতে দাঁত চাপা এই লড়াই। বুধবার সকাল থেকে দিকে দিকে যখন বিজয়ার মিষ্টিমুখ শুরু হলেও তখনও তাঁরা শুকনো মুখে রাস্তায় বসে।
সংহতি জানাতে এদিন তাঁদের ধর্নামঞ্চে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিজয়া দশমী উপলক্ষ্যে আন্দোলনকারীদের তিনি মিষ্টিমুখও করান। পরে বিমান বসু বলেন, 'আমরা পাশে আছি। অনৈতিক কাজ হয়েছে।'
দুর্নীতির অসুর বধ
মেয়ো রোডে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এসএসসির অশিক্ষক কর্মপ্রার্থীদের আন্দোলন ৫০ দিনে পড়ল। দুর্নীতির প্রতীকী অসুর বধের মাধ্যমে প্রতিবাদ জানান তাঁরা।
সিবিআইয়ের চার্জশিট
এসএসসি-র গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ইডি- র তরফেও চার্জশিট পেশ করা হয়েছিল এই মামলায়। সিবিআই- এর চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ-সহ ১৬ জনের নাম রয়েছে। এই চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও।
আলিপুর কোর্টে এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ নম্বর ধারায় সংগঠিত অপরাধ, ৪১৭ নম্বর ধারায় প্রতারণা, ৪৬৫ এবং ৪৬৮ নম্বর ধারায় জালিয়াতির অভিযোগ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর আলিপুর এডিজে আদালতে সিবিআই এসএসসি গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করে ।
সিবিআই সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশে তারা প্রথম যে এফআইআর দায়ের করেছিল সেখানে ৫ জনের নাম ছিল। তাঁদের মধ্যে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদ সিন্হা। দ্বিতীয় নাম সমরজিৎ আচার্য, তৃতীয় নাম সৌমিত্র সরকার, চতুর্থ নাম অশোক সাহা এবং পঞ্চম নাম কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই এফআইআরে নাম থাকা প্রত্যেকেরই আজকের চার্জশিটে নাম রয়েছে। এই পাঁচজনের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিন্হা গ্রেফতার হন গত ১১ অগস্ট। এরপর ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়।