Partha Chatterjee: সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়
SSC Scam: ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পরেই সিবিআই অফিসে পৌঁছলেন পার্থ।
কলকাতা: সব জল্পনার অবসান। নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। সন্ধে ৬টা বাদার কুড়ি মিনিট আগেই পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এসএসসি (SSC) মামলায় বুধবারই ডিভিশন বেঞ্চ রায় দেয়। বিচারপতি আনন্দগোপাল মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ রায় দেয়, এসএসসি সংক্রান্ত মামলা নিয়ে সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বহাল থাকবে। এসএসসির মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই পাঠানোর কথা বলে ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আজ, বুধবারই সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যদেরও সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমতো উপদেষ্টা কমিটির সদস্যরা সিবিআই অফিসে পৌঁছন।
ডিভিশন বেঞ্চে ধাক্কা:
কিন্তু সিঙ্গল বেঞ্চের (Single Bench) এই নির্দেশকে ফের চ্যালেঞ্জ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় নির্দেশ দিতে অস্বীকার করে ডিভিশন বেঞ্চ। নিয়ম অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নির্দেশ দিতে অস্বীকার করেছে ডিভিশন বেঞ্চ। যার ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল থাকে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সিবিআই অফিসে হাজির হতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, তৈরি হয় এমন পরিস্থিতি। যদি সিবিআইয়ের অফিসে না যেতেন পার্থ, তাহলে আদালত অবমাননার অভিযোগও উঠত পার্থর বিরুদ্ধে।
কোন পথে সিবিআই অফিসে:
শেষ পর্যন্ত নাকতলার বাড়ি থেকে বেরোয় পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়। বাইপাসের রাস্তায় ধরে সোজা পৌঁছয় নিজাম প্যালেসে সিবিআই দফতরে। সন্ধে ছটা বাজার কুড়ি মিনিট আগেই সিবিআই (CBI) দফতরে পৌঁছে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: আরও পড়ুন: চিন্তনেই বিপত্তি! কটাক্ষে জেরবার রাহুল, 'লেজুড় হয়েই থাকবে কংগ্রেস', বললেন TRS নেত্রী