SSC Scam: এসএসসি দফতরে ম্যারাথন তল্লাশি, প্রচুর নথি-ফাইল বাজেয়াপ্ত করল সিবিআই
SSC Scam Raid Operation: এর আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই দফতর সিল করে দিয়েছিল। সূত্রের খবর, শনি ও রবিবার সিল খুলে সিবিআই অফিসাররা তল্লাশি চালান।
কলকাতা: দু’দিন ধরে তল্লাশি চালিয়ে এসএসসি (SSC) দফতর থেকে প্রচুর নথি (Document), ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করল সিবিআই (CBI)। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ সূত্রে খবর।
তথ্য তল্লাশি
এর আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই দফতর সিল করে দিয়েছিল। সূত্রের খবর, শনি ও রবিবার সিল খুলে সিবিআই অফিসাররা তল্লাশি চালান। এই প্রথম SSC দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই। সূত্রের খবর, এরপর হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
আরও পড়ুন, গত বছরের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র: মমতা
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডি-ও হস্তক্ষেপও করেছিল। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠিও দিয়েছিল ইডি। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে চাওয়া হয়েছে এফআইআরের ৪টি কপি ও যাবতীয় নথি। চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, মনে করছে ইডি, খবর সূত্রের। জানা গিয়েছে, সিবিআইয়ের নথি ও বাগ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে ইডি-র এফআইআর।
সূত্রের খবর, ইডি অনুসন্ধান করে জানতে পেরেছেন, এসএসসি মামলায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সেই টাকা কোথায় পৌঁছল? সিবিআই সূত্রে খবর, দু-একদিনের মধ্যেই সব নথি দেওয়া হবে ইডিকে। কীভাবে এই মামলার রুজু করা হবে? কীভাবে এই মামলার তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া হবে? তা সিদ্ধান্ত নেবে ইডি।
তদন্ত শুরুর পরই স্কুল সার্ভিস কমিশনের দফতরে সিআরপিএফের প্রহরা বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট। সেখানে মোতায়েন ছিল সিআরপিএফ। আদালতের নির্দেশে এসএসসি ভবনের ডেটাবেস রুম সিল করেছিল সিবিআই।