SSC Tainted Candidate List: SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে !
SSC Tainted Candidate List TMC Leader Name Found: SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে ! এসএসসির দাগি তালিকায় ৭৯১ নম্বরে নাম মহম্মদ নাজিবুল্লার

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে। বারাসাত ১ ব্লক সভাপতি মহম্মদ ইশা হক সর্দারের ছেলে মহম্মদ নাজিবুল্লার নাম। এসএসসির দাগি তালিকায় ৭৯১ নম্বরে নাম মহম্মদ নাজিবুল্লার।নাজিবুল্লার দাবি,'তৃণমূল, সিপিএম, বিজেপি দেখে চাকরি হয় না। আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। আইনি পথেই লড়াই করব, মন্তব্য তাঁর।
আরও পড়ুন, SSC-র দাগিদের তালিকায় পানিহাটির TMC বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম ! 'আইন আইনের পথে চলবে..'
এদিন তিনি এবিপি আনন্দ-কে জানিয়েছেন, যে তালিকাটা গতকাল SSC আপলোড করেছে, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে প্যানেলটাকে বাদ দিয়েছিল, যে তথ্যের ভিত্তিতে, সেই তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনও পর্যন্ত OMR-এ মান্যতা পায়নি। যে হার্ডডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সেই হার্ডডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতয়েব এই তালিকাকে আমরা মানছি না। এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা দিয়েছিলাম, SSC তালিকা প্রকাশ করেছিল, ইন্টারভিউ-কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকোমেন্ডডেশন লেটার দিয়েছিল, অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছিলাম।'
বৃহস্পতিবারই, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু ৭ দিন নয়, ২ দিনের মধ্য়েই, তালিকা প্রকাশ করল সকুল সার্ভিস কমিশন। এই প্রেক্ষিতে বিরোধীদের প্রশ্ন, কেন আগে এই তালিকা প্রকাশ করেনি SSC? কেন দাগিদের তালিকা প্রকাশ করতে এত দেরি করল স্কুল শিক্ষা কমিশন? কারা যোগ্য়? কারা অযোগ্য়? স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শুরু থেকে এটাই মূল প্রশ্ন হয়ে উঠেছে। বারবার SSC-কে চাল-কাঁকর আলাদা করতে বলেছে আদালত। কিন্তু তা করেনি SSC.যার ফলে অযোগ্য়দের সঙ্গে যোগ্য়দের ভবিষ্য়ৎও অনিশ্চয়তার মুখে পড়েছে। এরইমধ্য়ে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, ৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কারচুপি করা হলে তদন্তভার CBI’কে দেওয়ার হুঁশিয়ারিও দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। এরপর শনিবার রাত ৮ টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায়, 'দাগি' শিক্ষকের তালিকা প্রকাশ করে SSC.
প্রকাশিত তালিকায় সামনে এসেছে, এমন কিছু নাম, যাদের নাম মিলে যাচ্ছে ২০২২ সালের SSC-র প্রকাশিত তালিকার সঙ্গে। শনিবার SSC-র প্রকাশিত তালিকায়, ৩৯ নাম্বারে, পশ্চিম মেদিনীপুরের শিক্ষক অজয় মাজির। যিনি পিংলা ব্লকের তৃণমূল নেতা। ফোনে যোগযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। ৯১৫ নাম্বারে নাম রয়েছে নমিতা আদকের। তিনি গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা। ঘটনাচক্রে আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হকের স্ত্রীর নামও নমিতা আদক। এই প্রসঙ্গে নইমুল হককে ফোন করা হলে তিনিও ফোন তেলেননি। বাড়িতে গেলেও কারও দেখা পাওয়া যায়নি।






















