Narendra Modi Road Show : বড় দুর্ঘটনা মোদির রোড শো-য়, অনুরাগীদের উন্মাদনায় ভাঙল স্টেজ, আহত অনেকে !
Modi roadshow in Jabalpur: জবলপুরে মোদি ভক্ত ও সমর্থকদের জন্য কয়েকটি মঞ্চ করা হয়। সেটি ভেঙে পড়ায় হঠাৎ আতঙ্ক ছড়ায়।
জবলপুর: আর দিনকয়েক পরেই সারা দেশ জুড়ে বাজবে ৭ দফা ভোটের দামামা। তার আগে সারা দেশ চষে ফেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বাংলায় জলপাইগুড়িতে সভা করেন মোদি । তারপর তিনি পৌঁছে যান মধ্যপ্রদেশে। সেখানে জবলপুরের কাটঙ্গা-গোরক্ষপুর এলাকায় রোড শো করেন তিনি।
এদিন মোদি ভক্ত ও সমর্থকদের জন্য কয়েকটি মঞ্চ করা হয়। সেটি ভেঙে পড়ায় হঠাৎ আতঙ্ক ছড়ায়। তাতে হুড়োহুড়ি পড়ে গিয়ে আরও কয়েকজন আহত হন বলে খবর। এদিন স্টেজ ভেঙে পড়ার ঘটনায় ৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
লোকসভা ভোটের আগে মোদির রাজ্যে আসে ঘিরে প্রবল ভিড় হতে পারে বলে অনুমান করেছিলেন আয়োজকরা । এমন উপচে পড়া ভিড় দেখে আপ্লুত হন প্রধানমন্ত্রীও। তিনি ভিড়ঠাসা রোড শো ও ব়্যালির ছবি পোস্টও করেন মোদি। রাস্তার দুপাশে নরেন্দ্র মোদিকে একবার দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন বহু অনুরাগী। আর সেই উন্মাদনা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে, মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে তিনটি স্টেজ ভেঙে পড়ে। তার জেরেই আহত হন অনেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।