Stone Scam: 'গ্রহরত্নের নামে বিদেশ থেকে আনা হত সাধারণ পাথর..' ! কলকাতা বিমানবন্দরে চক্রের পর্দাফাঁস, চাঞ্চল্যকর দাবি ED-র
ED On Graha Ratna Scam বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা কাদের? নেপথ্যে প্রভাবশালী যোগ? রত্ন আমদানি মামলায় চাঞ্চল্যকর দাবি ED-র

কলকাতা: 'গ্রহরত্নের নামে বিদেশ থেকে আনা হত সাধারণ পাথর। রত্নের বেশি দাম দেখিয়ে বিদেশে হাজার কোটি টাকারও বেশি পাচার করা হয়েছে'
রত্ন আমদানি মামলায় চাঞ্চল্যকর দাবি ED-র।
আরও পড়ুন, দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় রায়মঙ্গল নদীর বাঁধে ধস,হু-হু করে জল ঢুকছে গ্রামে !
'৫ রাজ্য থেকে চলত র্যাকেট মূলত কলকাতা বিমানবন্দর ও কলকাতা বন্দর থেকে এই চক্র চালানো হত...'
সূত্রের খবর, দুবাই, চিন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে টাকা পাচার হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে এই চারটি দেশের নাম উঠে এসেছে। ED-র দাবি, কলকাতা , মুম্বই, চেন্নাই, দিল্লি এবং আমদাবাদ, ৫ রাজ্য থেকে চলত র্যাকেট মূলত কলকাতা বিমানবন্দর ও কলকাতা বন্দর থেকে এই চক্র চালানো হত বলে খবরমিলেছে একাধিক কাস্টমস হাউস এজেন্টের নাম। বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা কাদের? নেপথ্যে প্রভাবশালী যোগ? কালো টাকা ঘুরপথে সাদা করার ছক? সমস্ত কিছুই খতিয়ে দেখছে ED।
রত্ন আমদানির সময়ে আসলের থেকে বেশি দাম দেখিয়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ
রত্ন আমদানির সময়ে আসলের থেকে বেশি দাম দেখিয়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, একযোগে ৬ জায়গায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রত্নের দাম বেশি দেখিয়ে, বিদেশে টাকা পাচারের অভিযোগ। পশ্চিমবঙ্গ থেকে গুজরাত, একযোগে ৬ জায়গায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের এক ব্য়বাসায়ীর বাড়ি, মধ্য় কলকাতার কিরণশঙ্কর রায় রোডে একটি অফিসে তল্লাশি চালাতে পৌঁছোলেন ED অফিসাররা।
তদন্তে নেমে তারা জানতে পারে..
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, রত্ন আমদানির সময়ে আসলের থেকে বেশি দাম দেখিয়ে কোটি কোটি টাকা তছরুপ হয়েছে। এখনও পর্যন্ত ৩৫০ কোটি টাকার লেনদেন মিলেছে বলে দাবি ED সূত্রে। ED সূত্র দাবি, কয়েক মাস আগে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স এর তদন্ত শুরু করে। তারা চার্জশিট জমা দেওয়ার পর মামলার তদন্তভার নেয় ED। সূত্রের দাবি, তদন্তে নেমে তারা জানতে পারে কলকাতার বাইরেও সক্রিয় রয়েছে এই চক্র। সেই প্রেক্ষিতেই বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















