BJP Rally:দণ্ডিকাণ্ডের প্রতিবাদে রাষ্ট্রপতিকে চিঠি সুকান্তর, বালুরঘাটে মিছিল বিজেপির
Sukanta Majumdar In BJP Rally:দণ্ডিকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে মিছিল করল বিজেপি যাতে অংশ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও
শিবাশিস মৌলিক, কলকাতা: দণ্ডিকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে (Balurghat) মিছিল (BJP Rally) করল বিজেপি যাতে অংশ নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ছিলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। সেখান থেকেই সুকান্ত বলেন, 'দণ্ডিকাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। অবিলম্বে এসসি, এসটি অ্যাক্টে এফআইআর দায়ের করা উচিত ছিল। ঘটনা নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি।'বালুরঘাটের মিছিল থেকে দণ্ডিকাণ্ডে সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
সুর চড়াল রাজ্য বিজেপি নেতৃত্ব...
দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডি-বিতর্কে রাষ্ট্রপতিকে চিঠির পাশাপাশি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত বলেন, 'তৃণমূল জমানায় মধ্যযুগীয় স্বৈরতন্ত্রের নজির এটি। গত '৬ এপ্রিল বালুরঘাটে ২০০ আদিবাসী বিজেপিতে যোগ দেন। তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের কয়েকজনকে জোর করে শাসকদলে যোগদান করায়।' সুকান্তর বক্তব্য, সবটি গণতান্ত্রিক পদ্ধতিতে হলে কোনও সমস্যা থাকত না। কিন্তু
তৃণমূলে ফেরাতে শাস্তিস্বরূপ তাঁদের ১ কিমি দণ্ডি কাটানো হয়, অভিযোগ রাজ্য় বিজেপি সভাপতির। এতেই শেষ নয়। তাঁর সংযোজন, 'তৃণমূল জমানায় আগেও আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে।
আদিবাসী ও মহিলাদের উপর এই ধরনের স্বৈরাচারী পদক্ষেপ বন্ধ হওয়া দরকার।' তদন্ত চেয়ে জাতীয় এসটি কমিশনকেও চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।
কী ঘটেছিল?
গত বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর এলাকায় একটি যোগদান কর্মসূচি ছিল বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, প্রায় দুশো জন মহিলা যোগদান করেন এই কর্মসূচিতে। আর সেই মহিলাদের মধ্যেই চারজন মহিলা নিজেদের 'ভুল বুঝতে পেরে' দণ্ডি কেটে এসে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে আবার তৃণমূলের যোগদান করেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর হাত ধরে এই যোগদান কর্মসূচি চলেছে বলে খবর। দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী অবশ্য বলেছিলেন, '২০০ জন নয়, অনেক কম সংখ্যক মহিলা গতকাল যোগদান করেছেন। যাঁদের মধ্যে বেশিরভাগ মহিলাই ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরতে চাইছেন। এঁদেরই চারজন মহিলা গতকাল রাতে বিবেকের দংশনে ঘুমোতে না পেরে দণ্ডি কেটে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের আবার দলে ফিরিয়ে নেওয়া হবে।' বিষয়টি নিয়ে তখন থেকেই তোলপাড় শুরু হয়।
আরও পড়ুন:নতুন করে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ৬ হাজার, সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পার