Sukanta Majumdar Arrest Live Updates : প্রায় সাড়ে চার ঘণ্টা পর লালবাজার থেকে বেরিয়ে রাজভবনে যান সুকান্ত মজুমদার
BJP State President : এর আগে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে

Background
হাওড়া : হাওড়া যাওয়ার আগে গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি (BJP State President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজার কাছে গ্রেফতার সুকান্ত মজুমদার। আগে এসএসকেএমের কাছে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতির গাড়ি। গাড়ি আটকানোয় রাস্তায় হাঁটতে থাকেন সুকান্ত। পরে গাড়িতে করে হাওড়া যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার করা হয় তাঁকে।
এর আগে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। জোর করে বেরনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও পুলিশের হাতাহাতি শুরু হয়। বাড়ির সামনে বসানো হয় গার্ড রেল। সেই গার্ড রেল ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কির পর বাড়ি থেকে বেরোন সুকান্ত মজুমদার, পরে বিদ্যাসাগর সেতুতে গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদারকে। গতকাল হাওড়ায় বিজেপির যে সমস্ত পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, সেগুলি আজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির।
Prophet Remarks Row : সোশাল মিডিয়ায় ভাইরাল সম্প্রীতির ছবি
সোশাল মিডিয়ায় ভাইরাল সম্প্রীতির ছবি। অশান্তির আবহে মন্দিরের চারদিকে মানববন্ধন। হাওড়ার ধূলাগড়ের পুরাতন চৌরাস্তা এলাকার ছবি। এখনও থমথমে এলাকা, টহল দিচ্ছে পুলিশ ।
Murshidabad Internet Suspended : মুর্শিদাবাদের একাংশে ইন্টারনেট বন্ধের নির্দেশ নবান্নের
মুর্শিদাবাদের একাংশে ইন্টারনেট বন্ধের নির্দেশ নবান্নের। গুজব থেকে বিরত থাকতে ট্যুইট রাজ্য পুলিশের ডিজির।






















