Sundarban Weather Update : সোমের সকালেই ভারী দুর্যোগ!মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা, কী পরিস্থিতি সুন্দরবনে ?
West Bengal Weather Red Alert : সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। দু’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : বঙ্গোপসাগরে ( Bay Of Bengal ) তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে। এর প্রভাবে ভরা আশ্বিনেও বাংলার আকাশে দুর্যোগের ভ্রুকুটি। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। পুজোর ( Durga Puja 2023 ) আগে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। রবিবার দিনভর তুমুল বৃষ্টি হয়নি। চলেছে রোদ-বৃষ্টির খেলা। তবে সোমবার ভোর থেকে দক্ষিণ ২৪ পরগনা ( South 24 Pargana ) জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আশঙ্কা মতোই সুন্দরবন ( Sundarban ) উপকূলে বৃষ্টির পরিমান বেশ বেশি। সঙ্গে দমকা বাতাস ।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার ভোর থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। বেলা বাড়লে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে আগামী তিন দিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। দু’দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সুন্দরবনের ব্লকগুলিতে মাইকে প্রচার চলছে। মাটির দেওয়াল চাপা পড়ে রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুর পর সতর্ক জেলা প্রশাসন।
মাটির বাড়ির বাসিন্দাদের পাকা বাড়ি ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বকখালি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগরে আসা পর্যটক ও পুণ্যার্থীদের সমুদ্রস্নানে কড়া নজরদারি চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা। সুন্দরবনের প্রতিটি ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুত করা হয়েছে।
বুধবার পর্যন্ত কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ৭ দিন কেমন থাকবে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের আবহাওয়া। কী জানাচ্ছে আইএমডি-র ওয়েবসাইট ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
01-Oct | 25.0 | 30.0 | Generally cloudy sky with a few spells of rain or thundershowers | |
02-Oct | 25.0 | 30.0 | Generally cloudy sky with Heavy rain | |
03-Oct | 25.0 | 29.0 | Generally cloudy sky with Heavy rain | |
04-Oct | 25.0 | 29.0 | Generally cloudy sky with Heavy rain | |
05-Oct | 26.0 | 30.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
06-Oct | 27.0 | 32.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
07-Oct | 27.0 | 32.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
আরও পড়ুন :
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তুমুল বৃষ্টি রাতভর, কোথায় কোথায় দুর্যোগের কথা জানাল আবহাওয়া অফিস?