Sundarban News: নদীতে খেলা করছে বনের রাজা, একসঙ্গে দেখা মিলল ৩টি বাঘের ! বিরল দৃশ্য ধরা পড়ল সুন্দরবনের এক বাসিন্দার মোবাইলে
Sundarbans Royal Bengal Tiger : ১ বাঘে রক্ষা নেই, একসঙ্গে দেখা মিলল ৩টি বাঘের, সুন্দরবনের পীরখালিতে বনের রাজার বিরল দৃশ্য

সুন্দরবন : এমনিতেই ভ্রমণ পিপাসু বাঙালি। নিদেনপক্ষে দূরে কোথাও ঘুরতে না গেলেও, ফেলে আসা ভ্রমণের গল্পেও মেতে ওঠে লাইভ স্টোরির মতই। তবে এবার আর স্মৃতির শহরে পাড়ি দিতে হল না। সুন্দরবনের পীরখালিতে বনের রাজার বিরল দৃশ্য, ১ বাঘে রক্ষা নেই, একসঙ্গে দেখা মিলল ৩টি বাঘের ! রাজ্যজুড়ে শীতের আমেজ নামতেই, নদীতে ৩টি বাঘের খেলা করার মুহূর্ত অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করলেন স্থানীয় বাসিন্দা।

সারা বছর পেটের দায়ে কাঁকড়া আর মধু সংগ্রহ করতে গিয়ে অনেকেই বাঘের সামনে পড়ে প্রাণ হারান। যারা কপাল জোরে বাঁচেন, তাঁরা গল্প শোনান। বাঘের মুখে পড়ে অতীতে একাধিক দুর্ঘটনার সাক্ষীও হয়েছে এরাজ্য। তা সে চিড়িয়াখানা হোক কিংবা প্রাণের সুন্দরবন। অনেকেই বাঘ দেখবেন বলে ভ্রমণে বেরিয়ে অন্যান্য জীব দেখেই সাধ মেটান। তবে যারা স্থানীয়, তাঁরাও যে শয়নে স্বপনে বাঘ দেখেন, একথা মিথ্যে নয়। সামনে দেখতে তাঁদেরও সাধ হয়। তবে বেশি সামনেও নয়। আজ অবশ্য সাধপূরণ করে দিল বনের রাজা। নিরাপদ দূরত্বে দাঁড়িয়েই বাঘ মশাইরা খেলাধুলোও করলেন। ক্যামেরায় দিলেন পোজ !তবে খেলা শেষে বেশি দেরি করতে রাজি নয় তাঁরা। মুহূর্তেই মিলিয়ে গেল ঘন জঙ্গলে।

অপরদিকে, সেই সুন্দরবনেই আবার ঘটেছে এখ মর্মান্তিক ঘটনা। বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর, মৃত মৎসজীবি শম্ভু সরদার কুলতলির কাটামারি এলাকার বাসিন্দা। গতকাল কুলতলি থানার কাটামারি ঘাট থেকে নৌকা নিয়ে তিন জন মৎস্যজীবী কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের চামটা জঙ্গলে।জানা গিয়েছে, আজ সকাল ৯ টা নাগাদ কাঁকড়া ধরার সময় শম্ভু সরদারের উপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে। শম্ভু সরদারের সঙ্গে থাকা মৎস্যজীবীরা বাঘের সঙ্গে লড়াই করে শম্ভু সরদারের মৃতদেহ উদ্ধার করে আজ সন্ধ্যায় গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুন্দরবনে এমন মর্মান্তিক ঘটনা চলতি বছরে প্রথম নয়। এবছরও আরও একাধিক এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে একাধিক পরিবার। এদিকে দারিদ্রসীমার নিচে থাকা ওই পরিবারগুলির একমাত্র ভরসাও ছিলেন এই মৎসজীবীরাই। বলার অপেক্ষা রাখে না, এমন ঘটনার পর কী নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তাঁদের দিন কাটাতে হবে !






















