Tathagata attacks Sougata : "তৃণমূলের বদমাইশরা যদি বিজেপি কর্মীদের এরকম করে ?" দিলীপকে কটাক্ষ তথাগতর
Tathagata Roy attacks Dilip Ghosh : "নেতাদের ধরে একটু একটু পেট্রোল দিয়ে দিন, কেমন দৌড় মারবে দেখুন।" বাঁকুড়ার সভা থেকে মন্তব্য করেন দিলীপ।

কলকাতা : আলুর দাম নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ দিলীপ ঘোষের। এনিয়ে পাল্টা ট্যুইটে কটাক্ষ তথাগত রায়ের। দিলীপকে কটাক্ষ করে তিনি লেখেন, "ওর কথা শুনে তৃণমূলের বদমাইশরা যদি বিজেপি কর্মীদের এরকম করে। উনি তো সিকিওরিটি পরিবেষ্টিত হয়ে থাকেন, সাধারণ কর্মীদের কী হবে ?
বেলাগাম আলুর দাম। এনিয়ে আজ তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। "নেতাদের ধরে একটু একটু পেট্রোল দিয়ে দিন, কেমন দৌড় মারবে দেখুন।" বাঁকুড়ার সভা থেকে মন্তব্য করেন দিলীপ। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম নিয়েও যুক্তি দেন বিজেপি নেতা।
কলকাতার বাজারগুলিতে জ্যোতি আলুর দাম বাড়তে বাড়তে পৌঁছে গেছে ৩০ টাকা প্রতি কেজি। আর চন্দ্রমুখী আলুর দাম তো হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল যখন মোদি সরকারের বিরুদ্ধে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের চড়া দাম নিয়ে সরব, তখন বিজেপির হাতিয়ার আলুর ভয়ঙ্কর দাম!
এনিয়ে বাঁকুড়ার সভা থেকে সরব হলেন দিলীপ। তিনি বলেন, "১৫-২০ টাকা থেকে এখন ৩৫-৪০ টাকা। আলু কি ইউক্রেন থেকে আসছে না রাশিয়া থেকে আসছে ? দ্বিগুণ কেন হল ? ৯০ টাকার পেট্রোল যদি ১০০-১১৫ টাকা হয়, তাহলে কত দাম বাড়ল ? ২০-২৫ শতাংশ বেড়েছে। আর আলু ? ১৮ টাকার আলু ৩৬ টাকা হয়েছে। ১০০ শতাংশ বেড়েছে। আলু তো সবাই খায়। পেট্রোল কেউ খায় নাকি ? নেতাদের ধরে একটু একটু পেট্রোল দিয়ে দিন, কেমন দৌড় মারবে দেখুন। আমরা ছোটবেলায় গরমে কুকুরের পেছনে পেট্রোল দিতাম। কেমন দৌড় মারে। তৃণমূল নেতাদের ধরে পেট্রোল দিয়ে দিন, দেখবেন কেমন দৌড়বে। তোমাদের কোনও যোগ্যতা নেই। পেট্রোল ছেড়ে দাও, আলুর দাম কমাতে পারছ না।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
