SIR নিয়ে ভাঙচুর-তাণ্ডব-আগুন ! রাজ্য সরকারকে এই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
SIR Update : এই বিষয়টি জেলাশাসক ও DGP-কে নিশ্চিত করতে হবে। কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা খেয়াল রাখতে হবে প্রশাসনকে।

বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, কলকাতা : উত্তপ্ত লালবাগ, দুর্গাপুরে SDO দফতরে ধুুন্ধুমার, চাকুলিয়ায় BDO অফিসে তাণ্ডব , ফারাক্কায় BDO অফিসে ভাঙচুর । এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে সারা রাজ্য জুড়ে ছড়িয়েছে অশান্তি। জেলায় জেলায় বিশৃঙ্খলা। ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। SIR চলছে । তাতেই এই পরিমাণ অশান্তির ছবি। ভাঙচুর-তাণ্ডব-আগুন দিকে দিকে। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের SIR সংক্রান্ত একের পর এক নির্দেশে যখন ধাক্কা খেল নির্বাচন কমিশন, তখন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য় সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। SIR চলাকালীন আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের নির্দেশ, শান্তি বজায় রাখতে, এসআইআর সুষ্ঠুভাবে শেষ করতে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েন করতে হবে। এই বিষয়টি জেলাশাসক ও DGP-কে নিশ্চিত করতে হবে। কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা খেয়াল রাখতে হবে প্রশাসনকে।
সোমবার নির্বাচন কমিশনের আইনজীবী রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সম্পর্কে বলেন, কমিশন রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতার সম্মুখীন হচ্ছে। এই বলে সর্বোচ্চ আদালতের কাছে কমিশনের তরফে আর্জি জানানো হয়, শুনানির সময় রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করতে দেবেন না, আমরা কোনও হিংসা চাই না। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট, রাজ্য ও কেন্দ্র সরকারকে আইনশৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেয়। আদালত বলে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়ে জেলাশাসকদের নিশ্চিত করতে হবে। পাশাপাশি DGP-কেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।
SIR পর্বেই যদি পরিস্থিতি এমন হয়, তাহলে ভোট এগিয়ে আসার সঙ্গে ঙ্গে কিংবা ভোটের সময় কী হবে? হিংসা আরও ছড়াবে? পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে? আশঙ্কায় সাধারণ মানুষ।






















