Suvendu Adhikari: চাকরিপ্রার্থীকে কামড়ে দেওয়া পুলিশকর্মী তাঁর নবান্ন অভিযানেও ছিলেন, দাবি শুভেন্দুর
TET Agitation: ফের একবার পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু , যা করতে গিয়ে, তিনি টেনে এনেছেন, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গ।
বিটন চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য ও ঝিলম করঞ্জাই, কলকাতা: যে পুলিশকর্মী চাকরিপ্রার্থীকে কামড়েছেন, তাঁকে নবান্ন অভিযানের (Nabanna March) দিনও পাঠানো হয়েছিল বলে দাবি করে এ বার সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্ন অভিযানে মেরে পুলিশের হাত পা ভেঙেছিল বিজেপি-ই (BJP), পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santunu Sen)।
চাকরিপ্রার্থী কামড়ে দেওয়া পুলিশকর্মীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর
চাকরি চেয়ে আন্দোলনে নেমে, প্রার্থীদের কারও কপালে জুটেছে পুলিশের কামড়। কেউ খেয়েছেন পুলিশের ঘুষি। বুধবার আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশ যে ব্যবহার করেছে, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
আর এই প্রেক্ষাপটেই ফের একবার পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু , যা করতে গিয়ে, তিনি টেনে এনেছেন, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের প্রসঙ্গ। সেদিন মহিলা পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু ।
সে দিনের ছবি আর বুধবার চাকরিপ্রার্থীদের পুলিশের কামড়ের ছবি পাশাপাশি দিয়ে, বিরোধী দলনেতা ট্যুইটারে লিখেছেন, "নবান্ন অভিযানের দিন মমতা পুলিশের নতুন হিংস্র ও নিষ্ঠুর রেজিমেন্টের প্রমীলা বাহিনীকে কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তা আজ বোঝা গেল।"
নবান্ন অভিযানের দিন মমতা পুলিশের কারসাজি। নিরস্ত্র কর্মপ্রার্থীদের ওপরেও একই ভাবে পাশবিক নির্যাতন চালায় আকাশ মাঘারিয়ার হিংস্র বাহিনী:- pic.twitter.com/z7P6wfwiva
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 10, 2022
আরও পড়ুন: Arunima Pal: 'আমরা ক্রিমিনাল নই, প্রমাণ হল', জামিনের পর প্রতিক্রিয়া অরুণিমার
শুভেন্দু আরও দাবি করেন যে, পুলিশকর্মী চাকরিপ্রার্থীকে কামড়েছেন, তাঁকে নবান্ন অভিযানের দিনও পাঠানো হয়েছিল। তাঁর বক্তব্য, "আকাশ মাঘারিয়া একটা মহিলা টিম করেছে। এই টিমটার আমি নাম দিয়েছি মহিলা পুলিশের হিংসাশ্রয়ী রেজিমেন্ট। এই রেজিমেন্টে আমি এর আগে একজন বলেছিলাম, মারিয়া বলে, তিনি আমার এখানে কাঁধে তিনটে ব্লো মেরেছিলেন নবান্ন অভিযানে। সেদিনকে আমি ডোন্ট টাচ মাই বডি বলতে তো অনেকরকম ব্যঙ্গ তিরস্কার অনেক করেছেন ভাইপো অ্যান্ড কোম্পানি। সেদিন তো এই বেবি তামাংকে পাঠিয়েছিলেন আমার হাত কামড়াতে। আমি হাতটা কামড়ানোর সুযোগ দিইনি। কালকে প্রমাণ হয়ে গিয়েছে।"
নবান্ন অভিযানের প্রসঙ্গ টেনে সরকারকে নিশানা শুভেন্দুর
নবান্ন অভিযানের দিন পুলিশ-শুভেন্দু বচসা ঘিরে রাজনীতির জল অনেক দূর অবধি গড়িয়েছিল। এবার এবার চাকরিপ্রার্থীদের পুলিশের কামড় নিয়ে বিতর্কের আবহে, সেই প্রসঙ্গ টেনে আনলেন বিরোধী দলনেতা।