Suvendu Adhikari: 'হিন্দু ভোটারদের ডেকে বলছেন, আপনি বাংলাদেশি নন প্রমাণ করুন', বিডিও-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর
BJP Leader: তিনি বিডিও সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিডিও বাগদাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন।'

কলকাতা : 'হিন্দু ভোটারদের ডেকে নোটিস করে বলছেন, আপনি বাংলাদেশি নন প্রমাণ করুন।' বাগদার বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি বিডিও সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিডিও বাগদাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন।'
শুভেন্দু কথায়, "কীভাবে হিন্দু লোকেদের ডিস্টার্ব করা হচ্ছে আর একটা উদাহরণ, হিন্দু ভোটারদের ডেকে নোটিস করে বলছেন, আপনি বাংলাদেশি নন প্রমাণ করুন। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার। যিনি আপত্তি জানাবেন তাঁকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতের নাগরিক নন। বিডিও বাগদাকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন। যিনি অভিযোগ করেছেন তাঁকে প্রমাণ করতে হবে যে, অজয় বিশ্বাস-সহ বাগদায় যাঁদের নোটিস করেছেন তাঁরা ভারতের নাগরিক নন। এটা প্রমাণ করার দায়িত্ব যিনি অভিযোগকারী তাঁর। এটা আমরা দিল্লিতে জানিয়েছি।"
এই মর্মে তিনি তোপ দেগে বলেন, "একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্য ছেয়ে দেওয়া হচ্ছে, উল্টোদিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দু ভোটারদের বেছে বেছে নাম কাটার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা এজন্য আলাদা সেল করেছি।
শুভেন্দু আরও বলেন, "আমরা এখানে কৃষ্ণনগর-২ ব্লক ....আবদুর রহিম শেখ তিনি নাকি তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, না কী নেতা আছেন। তিনি টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, কমলা মণ্ডল, সবিতারানি সরকার...সবই হিন্দু নাম। একা ৯৭টা অভিযোগ করেছেন। প্রথমত, এভাবে অভিযোগ করা যায় না। আমরা নির্বাচন কমিশনকে বলব, অবিলম্বে কৃষ্ণনগরের বিডিওকে বহিষ্কার করতে। আমরা পরিষ্কার বলতে চাই, সিও-র ইনচার্জ পশ্চিমবঙ্গ এবং ইসিআইকেও, সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার তদন্ত করেন, এবং এই হিন্দু ভোটারদের ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলব। কারণ, এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাজ নয়। এটা ইসিআইয়ের কাজ। বিডিও তাঁর লিমিটেশন ক্রস করছেন। এটা হচ্ছে মনোজ পন্থের নির্দেশে। আমরা কৃষ্ণনগর-২-এ এই ৯৮ জনকে নিয়ে ধর্নাও দেব, কোর্টেও যাব। এই বিডিওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এই ৯৮ জনকে আবেদন করব, রেসপন্স করবেন না। এটা যথার্থ ফর্ম নয়। এমনটা করলে আমরাও হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে হরিহরপাড়া, নওদা...আমরাও জানি চাপড়া, করিমপুরে অভিযোগ করতে। আমরাও ক্যানিং, ভাঙড়, হাড়োয়া, মীনাখাঁয়া কীভাবে অভিযোগ করতে হয় জানি। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। "
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
