Suvendu Adhikari: 'মোদিকে হঠাতে হলে মমতাকে ৫ বার জন্মাতে হবে', তোপ শুভেন্দুর
Suvendu Attacks Mamata: শুভেন্দুর নেতৃত্বে বিজেপি নেতা-বিধায়করা 'মমতা চোর' লেখা টি-শার্ট পরে রেড রোডের অবস্থান বিক্ষোভে বসেছিলেন।
কলকাতা: ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে রাস্তায় বিজেপির (BJP) পরিষদীয় দল। রেড রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে চাঁছাছোলা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সম্প্রতি শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। তারপর থেকে টানা উত্তপ্ত রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বর। তৃণমূল-বিজেপির অবস্থান বিক্ষোভ থেকে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপির একাধিক বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। সেই ঘটনার বিরোধিতা করেই এদিন রেড রোডে প্রতিবাদ সভা করে বিজেপি। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চোর বলে আক্রমণ শানালেন শুভেন্দু। এদিন শুভেন্দুর নেতৃত্বে বিজেপি নেতা-বিধায়করা 'মমতা চোর' লেখা টি-শার্ট পরে রেড রোডের অবস্থান বিক্ষোভে বসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাঁর তোপ, 'আসল চোরেরা জেলে যাবে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় সর্বংশে জেলে যাবেন।' শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, প্রশাসনিক আধিকারিকদেরও নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, 'প্রথম জেলে যাবেন হিঙ্গলগঞ্জের বিডিও। মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ করেছেন। জেলে যেতে হবে রামপুরহাটের বিডিও-কে। মোদিজি বলেছেন, দরকার হলে ১ লক্ষ যুবক-যুবতীকে এজেন্সিতে নিয়োগ করব। একটা চোরকেও আমি বাইরে রাখব না। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, চোর বললেও তাঁর কিছু যায় আসে না। আমার মুখ বন্ধ করতে পারবেন না'
এদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন,'গতবছর সাড়ে ৫ মাস আমাকে বিধানসভার বাইরে রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চোর স্লোগান শোনানোর ২ মিনিটের মধ্যে বহিষ্কার করা হয়। আগে থেকেই সব ঠিক করা ছিল।' শুভেন্দুর কটাক্ষ, 'এই মুখ্যমন্ত্রীর আসল স্বরূপ বিধানসভায় প্রকাশ করে দিয়েছি। সেই জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে।'
রবিবার ৩ রাজ্য়ের বিধানসভায় বিরোধীদের কার্যত উড়িয়ে একচেটিয়া জয় পেয়েছে বিজেপি। একাধিক বুথফেরত সমীক্ষায় ছত্তীসগঢ়ে কংগ্রেস জিততে পারে বলে বলা হয়েছিল। সেই সমীক্ষার হিসেব উড়িয়ে, ছত্তীসগঢ়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। এই রাজ্যেই কিছু বিধানসভা এলাকায় বাঙালি ভোটারদের প্রভাব রয়েছে। সেই এলাকায় বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। ওই এলাকায় বিজেপি ভাল ফল করেছে। এদিন রেড রোডের সভা থেকে বিজেপির জয়ের প্রসঙ্গ তুলে মমতাকে আক্রমণ শানান তিনি। বলেন, 'মোদিকে হঠাতে হলে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৫ বার জন্মাতে হবে। আগে আমার সঙ্গে লড়াই করুন, মোদির ছানার সঙ্গে লড়াই করুন।'
আরও পড়ুন: 'বলছে আমি নাকি চোর, আমি অন্যের পয়সায় এককাপ চা পর্যন্ত খাইনি', পাল্টা মমতা