Suvendu Adhikari: 'প্রয়াত বাবাকেও ছাড়ছেন না', উদয়নকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
Suvendu Attacks Udayan Guha: মন্ত্রী উদয়ন গুহকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর, কী বললেন বিরোধী দলনেতা ?
কলকাতা: মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। উল্লেখ্য, উদয়ন গুহ বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুলে বলেছেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ (Kamal Guha)।' আর এর পরেই, 'পিসি-ভাইপোর কাছে ভাল থাকার জন্য প্রয়াত বাবাকেও ছাড়ছেন না', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
প্রসঙ্গত, দুর্নীতি (Corruption) নিয়ে এবার বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুলেছেন উদয়ন গুহ (Udayan Guha)। প্রয়াত বাবাকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। উদয়ন গুহ বলেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন', বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর।
তিনি আরও বলেন, 'সিপিএম ৬০ পার্সেন্ট, ফরওয়ার্ড ব্লক ৩৫ পার্সেন্ট আর আরএসপি-সিপিআই মিলে ৫ পার্সেন্ট। এটা ভাগ হত কোচবিহার জেলায় বাম শরিকদের মধ্যে প্রাথমিক নিয়োগে। গলা ফাটানোর আগে আয়নার সামনে নিজেদের মুখটা আগে দেখাক।' 'আপনি বললেন, কোটা ভাগ হত। সিপিএম ৬০ পার্সেন্ট, ৩৫ পার্সেন্ট ফরওয়ার্ড ব্লক। সেই সময় ফরওয়ার্ড ব্লকে আপনিও জেলা সম্পাদক পদে ছিলেন' প্রশ্নের উত্তরে তিনি দাবি করে বলেন, 'এটা তার আগের ঘটনা। তখন বলতে পারো আমার বাবা ছিলেন। হ্যাঁ, করেছেন। বাবাও সেই ভাগ করেছেন। তবে বাবার ব্যাপারটা বলতে পারি, বাবা কারও কাছ থেকে টাকা নেননি। কিন্তু টাকা নেননি বলে ওটা দুর্নীতি না, এটা আমি বলব না।'
আরও পড়ুন,'দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ', তীব্র আক্রমণ প্রিয়ঙ্কার
ফরওয়ার্ড ব্লকে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, 'এ হচ্ছে সত্যিকারের কুলাঙ্গার। জননেতা, কৃষি আন্দোলনে অনেক কাজ করেছেন। সেই বাবার নামে যে ছেলে এমন বলতে পারে, সে কুলাঙ্গার।' নিয়োগ দুর্নীতিকাণ্ডে বামেরা যখন লাগাতার তৃণমূলকে নিশানা করছে, ঠিক তখনই বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রী-র কলেজে নিয়োগ নিয়ে দুই শিবিরের চাপানউতোর এখন চরমে। আর সেই আবহে বাম জমানার নিয়োগ ব্যবস্থাকে নিশানা করতে গিয়ে প্রয়াত বাবাকেই কার্যত দুর্নীতির জালে জড়িয়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।