Suvendu Adhikari:'মমতা-সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', তোপ শুভেন্দুর
Rain And Farmers Loss:'মমতা-সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', এবার হালের অতিবর্ষণ ও তার জেরে শস্যের ক্ষতির অভিযোগ তুলে তৃণমূল প্রশাসনকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
![Suvendu Adhikari:'মমতা-সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', তোপ শুভেন্দুর Suvendu Adhikari Attacks West Bengal State Government For The Loss Of The Farmers Due To Heavy Rain In Winter Suvendu Adhikari:'মমতা-সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', তোপ শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/07/a489ea38bee24016fb031615959a42651701937825580482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'মমতা-সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে', এবার হালের অতিবর্ষণ (Winter Rain) ও তার জেরে শস্যের (Crop Loss Of Bengal Farmers) ক্ষতির অভিযোগ তুলে তৃণমূল প্রশাসনকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Attacks Mamata Banerjee)। তাঁক কথায়, 'প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কোনও রাজনৈতিক দল বা সরকারকে দায়ী করি না। কিন্তু আগে থেকে ফসল তুলে নিতে বলে প্রচার করা উচিত ছিল। আগে এমন হয়েছেও। এবার সেটা হল না।'
কী বললেন?
বাংলার কৃষক ও কৃষিজীবীদের সমস্যা নিয়ে তৃণমূল সরকারের 'অদূরদর্শিতা' সংক্রান্ত আরও একাধিক অভিযোগ শোনা যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়কের মুখে। তাঁর দাবি, 'ইউরিয়া সারের বস্তায় কেন্দ্র ভর্তুকি দিয়েছে। তবে সেই সুবিধা বাংলার কৃষকরা পাচ্ছেন না।' এদিন গোঘাটের ঘটনা নিয়েও অত্যন্ত চড়া সুরে সতর্কবার্তা দিতে শোনা যায় শুভেন্দুকে। বলেন, 'গোঘাটে যাচ্ছি। যে ওসি চাষিদের গালাগালি দিয়েছেন, তাঁকে দিয়ে ক্ষমা চাওয়াব।' পুলিশ প্রশাসনেক সংযত হতে হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিরোধী দলনেতাকে। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ-সফর নিয়েও সরব হতে শোনা যায় শুভেন্দুকে।
গত কাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উত্তরবঙ্গ সফরের সূচি জানিয়েছিলেন। বলেন, '৯ তারিখে হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাব। ১০ তারিখ আলিপুরদুয়ারে মিটিং আছে। ১১ তারিখে চলে যাব বানারহাটে। ১১ তারিখে উত্তরকন্য়ায় ফিরে আসব। ১২ তারিখে শিলিগুড়িতে প্রোগ্রাম করব। প্রোগ্রাম করে ফিরে আসব। চারটে জেলা কাভার করে ফিরে আসব।' সেই প্রসঙ্গ তুলে আজ বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতার কটাক্ষ, 'উত্তরবঙ্গে মমতা স্টেট স্পনসর্ড ওয়েডিংয়ে যাচ্ছেন। পারিবারিক বিয়েতে নীলবাতির গাড়ি চলছে।' শুভেন্দুর আরও অভিযোগ, স্রেফ নিজের হাঁটাচলা ও ব্যাডমিন্টন খেলার জন্য বিপুল পরিমাণ অর্থব্যয় করে উত্তরবঙ্গে 'গেস্ট হাউস' বানিয়েছেন মমতা। সেখানে কোনও মন্ত্রী বা বিধায়কের ঠাঁই হয় না। বিরোধী দলনেতার কথায়, 'পাহাড়ে শুধু বেড়াতে যান মুখ্যমন্ত্রী। পাহাড়ে ১৫টি গেস্টহাউস তৈরি করেছেন মমতা। চাবি থাকে ওঁর কাছে।' রাজ্য়বাসীর কাছে এর পরই শুভেন্দুর প্রশ্ন, 'এ কাকে ভোটে জিতিয়েছেন?' সঙ্গে কটাক্ষ, 'মুখ্যমন্ত্রীর ঘোষণা করা চা সুন্দরী, ভুয়ো সুন্দরী হয়ে গিয়েছে।'
আর যা...
লক্ষণীয় বিষয় হল, ১২ ডিসেম্বর, অর্থাৎ যে দিন শিলিগুড়িতে অনুষ্ঠান করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, সে দিনই শিলিগুড়িতে বেলা ১২টায় চা শ্রমিক, শিক্ষকদের নিয়ে কনভেনশন করার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা। সঙ্গে বললেন, 'রাজস্থান, ছত্তীসগঢ়ের মতো অবস্থা হবে বাংলার সরকারের।' শিলিগুড়িতে একই দিনে মমতা-শুভেন্দুর অনুষ্ঠানের ঘোষণার পর স্বাভাবিক ভাবেই শীতের উত্তরবঙ্গেও উত্তেজনার পারদ চড়েছে। কী হবে সেদিনের ছবিটা? আপাতত কয়েকদিনের অপেক্ষা।
আরও পড়ুন:কাজ না করেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ? মানিকচকে কাঠগড়ায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)