Budget 2025 : ১২ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড়, এবার কোন ট্যাক্স রিজিমে ITR ফাইল করবেন ?
Income Tax : পুরনো না নতুন কোন ট্যাক্স রিজিমে আইটিআর ফাইল এখন ভাল ?

Income Tax : বাজেটে (Budget 2025) নতুন আয়কর ছাড়ের (Income Tax) সীমা বৃদ্ধির ফলে এখন ইনকাম ট্যাক্স ফাইলের (ITR) ক্ষেত্রে বিভ্রান্তি হতেই পারে সাধারণ মানুষের। পুরনো আয়কর ব্যবস্থা (Old Tax Regime) না নতুন ট্যাক্স রিজিমে (New Tax Regime) ITR ফাইল করলে সুবিধা হবে আপনার ? জেনে নিন এখানে।
আয়কর ছাড়ে কী ঘোষণা করেছেন অর্থমন্ত্রী
গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 12 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর আরোপ না করার ঘোষণা করেছেন। সিদ্ধান্ত হয়েছে, স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরে বেতনভুক ব্যক্তির জন্য 12 লাখ 75 হাজার পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনও কর থাকবে না। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র নতুন কর ব্যবস্থার জন্য করা হয়েছে । অতএব, নতুন কর ব্যবস্থাটি এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয। সেই ক্ষেত্রে 2025-26 বছরের জন্য কোন কর ব্যবস্থা গ্রহণ করা উচিত তা নিয়ে বাজেটের পরে বেশিরভাগ করদাতারা বিভ্রান্ত।
২৪ লক্ষ টাকার উপরে আয়ের জন্য পুরনো কর ব্যবস্থা ঠিক
সাধারণভাবে মনে হচ্ছে, নতুন কর ব্যবস্থা এখনই সঠিক। পুরনো ট্যাক্স রিজিমের আর কোনও অর্থ নেই। যদিও আর্থিক পরামর্শদাতা সংস্থা ডেলয়েট গণনা করে দুটি কর ব্যবস্থার মধ্যে পার্থক্য স্পষ্ট করেছে। এখনও 24 লাখের বেশি আয়ের লোকদের জন্য পুরনো কর ব্যবস্থা এখনও সঠিক। আপনি যদি আট লাখ টাকার বেশি বার্ষিক আয়ের উপর ছাড় দাবি করেন, তাহলে পুরনো কর ব্যবস্থা নতুন কর ব্যবস্থার চেয়ে আপনার কর দায় আরও কমাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নতুন কর ব্যবস্থায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বড় পরিবর্তনের পরে, পুরনো কর ব্যবস্থা তার ছাড়ের কাঠামোর জনপ্রিয়তা হারিয়েছে, তবুও আয় বেশি হলে কিছু পরিস্থিতিতে পুরনো কর ব্যবস্থা বেশি উপকারী।
নতুন কর ব্যবস্থার জয় কোন ক্ষেত্রে
বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পর, নতুন কর ব্যবস্থায় কর ছাড়ের সীমা ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে। একইভাবে, মূল ছাড়ের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 4 লক্ষ টাকা করা হয়েছে। সামগ্রিকভাবে, এটি নতুন কর ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই পুরনো কর ব্যবস্থার প্রতি চিন্তা বেড়েছে মানুষের। মোটের ওপর এই নতুন আয়কর ব্য়বস্থাকে সাধুবাদ জানিয়েছে মানুষজন।
আরও পড়ুন এখানে : Budget 2025 : ব্যাঙ্ক এফডির সুদে বাড়ল ছাড়ের সীমা, নতুন বাজেট দিয়েছে সুখবর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
