Suvendu Adhikari: 'তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডে ১২০০ শতাংশ আয়বৃদ্ধি করেছে', চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর
TMC Electoral Bond: এছাড়াও একাধিক বিস্ফোরক দাবি রয়েছে এ রাজ্যের বিরোধী দলনেতার। শিশির-পুত্র বলেন, '২০২১ সালে নির্বাচনী বন্ডে ৪২ কোটি টাকা আয় হয়েছিল তৃণমূলের।'
কলকাতা: 'তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নির্বাচনী বন্ডে (Electoral Bond) ১ হাজার ২০০ শতাংশ আয়বৃদ্ধি করেছে', চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
এছাড়াও একাধিক বিস্ফোরক দাবি রয়েছে এ রাজ্যের বিরোধী দলনেতার। শিশির-পুত্র বলেন, '২০২১ সালে নির্বাচনী বন্ডে ৪২ কোটি টাকা আয় হয়েছিল তৃণমূলের। ২০২২ সালে কোন জাদুবলে ৫২৮ কোটি টাকায় আয়। বালি-পাথরের খাদান মালিক ও বেআইনি কারবারিরা টাকা দিয়েছে। প্রত্যেকের নামের তালিকা রয়েছে।"
অন্যদিকে, দৈনিক ৫৬৫ টাকার বিনিময়ে, ৬ মাসের জন্য় হাজার হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে স্বরাষ্ট্র দফতর। জনসমক্ষে কোনও ঘোষণা হচ্ছে না। হোমগার্ড নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে, সরব হলেন শুভেন্দু অধিকারী। এরা নিয়োগ বিরোধী, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
আরও পড়ুন, বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির অনুমতি দিল না কলকাতা পুলিশ
স্কুলের নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে, রাজ্য় রাজনীতিতে তোলপাড় চলছে। তার মধ্য়েই হোমগার্ড নিয়োগ নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে, সরব হলেন শুভেন্দু অধিকারী। সোমবার এই নথির ছবি-সহ তিনি ট্য়ুইট করেছেন, দৈনিক ৫৬৫ টাকার বিনিময়ে, ৬ মাসের জন্য় হাজার হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে স্বরাষ্ট্র দফতর। জনসমক্ষে কোনও ঘোষণা হচ্ছে না। সম্ভবত, ধোঁয়াশা ভরা পদ্ধতিতে, তৃণমল ক্য়াডারদের পঞ্চায়েত ভোটের জন্য় কাজে লাগানো হচ্ছে, অথবা ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে।
প্রশ্ন হল, যোগ্য় প্রার্থীরা কীভাবে এই শূন্য়পদের কথা জানবেন এবং আবেদন করবেন? হোমগার্ড হিসেবে নিযুক্তদের কোন পদ্ধতিতে নিয়োগ করা হল, তা কি স্বরাষ্ট্র দফতর জানাতে পারে? বেছে বেছে নিয়োগ? কে বাছল? মাপকাঠি কী? শিক্ষক নিয়োগ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা। একের পর এক দুর্নীতির অভিযোগে নাম জড়াচ্ছে তৃণমূলের। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।