এক্সপ্লোর
Advertisement
Suvendu Adhikari : 'পুলিশমন্ত্রীর অপসারণ একমাত্র পথ' একের পর এক বিস্ফোরণে মুখ্যমন্ত্রীকে নিশানা
'জিজ্ঞাসাবাদে সহযোগিতা করা উচিত, এত ভয় কিসের ? প্রশ্ন শুভেন্দুর
কলকাতা : বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। এগরার ঘটনার ঠিক পরেই এই বিস্ফোরণকাণ্ড নিয়ে শাসকদলের সমালোচনায় সরব হয়েছে বিরোধী শিবির। এগরা থেকে বজবজ, দূরত্বটা প্রায় ১৩৩ কিলোমিটার হলেও, প্রাণহানির বিভীষিকা এক সারিতে এনে দাঁড় করিয়েছে দুই ঘটনাকে। এর আগে, এগরা বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে একযোগে সরব হয়েছে বিরোধী শিবির। বজবজের ঘটনায় ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তবে আক্রমণের ঝাঁঝ এখানেই থেমে থাকেনি, কথায় কথায় বিদ্ধ করলেন শাসকদল ও রাজ্যসরকারকে । সেই সঙ্গে পদত্যাগ দাবি করলেন পুলিশমন্ত্রীর। মন্তব্য করলেন, 'একমাসের মধ্যে ইউক্রেনে যা বিস্ফোরণ হয়েছে, তা বাংলার থেকে কম'।
- তাঁর দাবি, 'এনআইএকে আটকানোর জন্য মুখ্যমন্ত্রী ফায়ার ব্রিগেডকে কাজে লাগিয়ে মামলা সাজাচ্ছেন...উনি পুলিশ দফতর নিজের হাতে রেখে, বাকি দফতরগুলি অন্য কাউকে দিন, সব দফতর নিজের হাতে নিয়ে বসে আছেন ... পুলিশমন্ত্রীর অপসারণ একমাত্র পথ'।
- সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা নিয়ে তাঁর মন্তব্য, 'জিজ্ঞাসাবাদে সহযোগিতা করা উচিত, এত ভয় কিসের ? ...আমি তো আদালতে গিয়ে আমাকে ডাকা আটকানো নিয়ে কখনও কিছু বলিনি। তদন্তের সম্মুখীন হওয়া উচিত, দুর্নীতিগ্রস্ত কে সবাই জানেন'
- 'নিয়োগ দুর্নীতি, কয়লা তদন্ত, পুর নিয়োগ দুর্নীতি তদন্ত আটকাতে ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর চেষ্টায় আদালতে ৩৩০ কোটি খরচ করা হয়েছে' বলে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।
- 'ডিয়ার লটারি গত দেড় বছরে এসবিআই ইলেকটোরাল বন্ডে ৩০০ কোটি টাকা দিয়েছে তৃণমূলকে। তৃণমূলও ফিনান্সিয়াল ডিক্লারেশনে ৩০০ কোটি ডিয়ার লটারি থেকে পেয়েছে, তার উল্লেখ রয়েছে' দাবি বিধানসভার বিরোধী দলনেতার।
এর আগেই এগরার পর এবার বজবজ বিস্ফোরণকাণ্ডেও NIA তদন্ত দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘খাদিকুল গ্রামে পোড়া মাংসের গন্ধ আর বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনও বাতাসে ভাসছে। আহতদের অবস্থা এখনও সঙ্কটজনক। সেই রেশ মেলানোর আগেই বজবজের নন্দরামপুরের দাসপাড়ায় আরও একটা বিস্ফোরণ। এখনও পর্যন্ত ৩ জনের পুড়ে মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এটা পুনরাবৃত্তি মনে হতে পারে, কিন্তু এক্ষেত্রেও আমি NIA তদন্ত চাইছি । মুখ্যমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন? আর কত মৃত্যু আপনার বিবেককে নাড়া দেবে?’ বজবজ বিস্ফোরণকাণ্ডে ট্যুইট বিরোধী দলনেতার।
আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement