Suvendu Adhikari:রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগে মৎস্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর
Union Minister of Fisheries:কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ করলেন রাজ্য়ের বিরোধী দলনেতা
কলকাতা: কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের (Central Projects) নাম বদলের (Name Controversy) অভিযোগ করলেন রাজ্য়ের বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার নাম বদলে বঙ্গ মৎস্য যোজনা করার অভিযোগ এনেছেন শুভেন্দু। সেই মর্মেই কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পার্শ্বোত্তম রূপালাকে চিঠি দেন তিনি। 'অনৈতিকভাবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের নাম বদল করা হচ্ছে, বিস্তারিত জানিয়েছি', ট্যুইটে লিখলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে আরও লেখা, 'প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ করুক কেন্দ্র।'
প্রেক্ষাপট...
গতকালই এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। বলেছিলেন, 'এখনও নাম বদল হচ্ছে। ...গিরিরাজ সিংহজি দেখিয়েছিলেন, চুরি কী ভাবে আটকাতে হয়। নাম বদল কী ভাবে রুখতে হয়। আমি চাইব, এটি অন্য দফতরগুলিও করে দেখাক।' এর পরেই বলেন, 'পশ্চিমবঙ্গ সরকার একেবারে হালে যে সার্কুলার জারি করেছিল, সেখানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার নাম বদলে বঙ্গ মৎস্য যোজনা করা হয়েছে।' শুভেন্দুর হুঁশিয়ারি, প্রকল্পের এই নাম বদল প্রত্যাহার না করা পর্যন্ত কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেওয়ার আর্জি জানাবেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা বনাম বাংলার আবাস যোজনা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বনাম বাংলা গ্রাম সড়ক যোজনা।স্বচ্ছভারত প্রকল্প বনাম মিশন নির্মল বাংলা-সহ একাধিক প্রকল্পের পর, এবার প্রধানমন্ত্রী মৎস্য যোজনা নিয়েও শুরু হল কেন্দ্র ও রাজ্যের সংঘাত। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদল নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের সাক্ষী থেকেছিল রাজ্যবাসী। এমনকি এ নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছিলেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়েছে বাংলার সরকার, যা আইনত অন্যায়। রবিবারই রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠকে সেই প্রসঙ্গও তোলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা ধারাবাহিকভাবে যে যে কাজগুলি করে আসছেন এবং যেভাবে কথাবার্তা বলছেন তাতে আমার মনে হচ্ছে, এটা গ্রীষ্মকালীন সার্কাস এবং সেখানে জোকারি দেখিয়ে মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা করা দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের নাম বলতে পারি যেগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে পরিবর্তন করেছেন।"
সম্প্রতি একাধিকবার, কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে কলকাতায় ২ দিনের ধর্নায়ও বসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একই অভিযোগে চলতি মাসের শুরুতে ৩২ ঘণ্টার ধর্নায় বসেছিল মহিলা তৃণমূল কংগ্রেস। এবার, ২২ ও ২৩ মে শিলিগুড়িতেও ৩২ ঘণ্টার ধর্নায় বসতে চলেছে মহিলা তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে যখন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল, তখন ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ তুলে পাল্টা আক্রমণে নামল বিজেপি।
আরও পড়ুন:প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা