Suvendu Adhikari : আজ সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু, পুলিশ আটকালে কী করবেন?
Suvendu Adhikari Moves To Sandeshkhali : আদালতের অনুমতি মেলায় আজ সন্দেশখালি যাচ্ছেন তিনি। ধামাখালি ফেরিঘাট এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।
শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : পাঁচ বিধায়ককে নিয়ে আজ সন্দেশখালিতে ( Sandeshkhali ) যাচ্ছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। দলে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, কাঁথি উত্তরের বিধায়ক সুমিতা সিংহ, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ও কালচিনির বিধায়ক বিশাল লামা। এর আগে দু’বার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন রাজ্যের বিরোধী দলনেতা , কিন্তু তাঁকে আটকানো হয়। এবার পারবেন ঢুকতে ? শুভেন্দু গাড়িতে ওঠার আগে শুধু বললেন, 'জয় মা দুর্গা, জয় ভবানী, জয় শিবাজী'
রাজ্য প্রশাসনের বাধায় তা সম্ভব হয়নি। এবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালি যাচ্ছেন শুভেন্দু। এবারও তাঁকে আটকাতে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু জানিয়েছেন, আদালত নির্দেশ দিলে তক্ষণাৎ ফিরে আসবেন। কিন্তু পুলিশ আটকালে কলকাতায় ফিরে সরাসরি হাজির হবেন হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দর এজলাসে।
এর আগে ১২ ফেব্রুয়ারি বিধানসভা থেকে বাসে করে বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু। সায়েন্স সিটির কাছেই তাঁদের আটকে দেওয়া হয়। এরপর ১৫ ফেব্রুয়ারি বিধানসভা থেকে বেরিয়ে, ১৪৪ ধারা মাথায় রেখে ৩ জন বিধায়ক নিয়ে সন্দেশখালি রওনা দেন শুভেন্দু অধিকারী। ওই দিন সরবেড়িয়ার পর রামপুর এলাকায় ব্যারিকেড তৈরি করে বিরোধী দলনেতাকে আটকায় পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। আদালতের অনুমতি মেলায় আজ সন্দেশখালি যাচ্ছেন তিনি।
ধামাখালি ফেরিঘাট এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা
শুভেন্দু অধিকারীর সফর ঘিরে ধামাখালি ফেরিঘাট এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। ত্রিস্তরীয় নিরাপত্তা ছাড়াও রয়েছে স্ট্র্যাকো বাহিনী, মজুত রয়েছে মহিলা র্যাফ, রিজার্ভ ফোর্সের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ধামাখালিতে রয়েছে ব্ল্যাক ক্যাট সিকিওরিটি। এর পাশাপাশি, ধামাখালি বাসস্ট্যান্ড থেকে ফেরিঘাট পর্যন্ত পরপর তিনটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। ফেরিঘাটের কাছে ব্যারিকেডটি বাঁশের তৈরি। সকাল থেকেই হাজির SDPO-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নদীপথে নজরদারি চালাতে রয়েছে স্পিড বোট।
আরও পড়ুন : আধার বাতিল যাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য, বিশেষ পোর্টালের ঘোষণা মুখ্যমন্ত্রীর