Suvendu Adhikari: 'দলের অবক্ষয়ে আতঙ্কিত তৃণমূল, তাই বিজেপি নেতাকে খুন', ট্যুইটে দাবি শুভেন্দুর
Dinhata Death: দিনহাটায় গুলি করে খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি বিরোধী দলনেতার
কলকাতা: দিনহাটায় বাড়ি ঢুকে গুলি করে খুন যুবককে। মায়ের সামনেই যুবককে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। নিহত যুবক প্রশান্ত রায় বসুনিয়া বিজেপির কর্মী বলে দাবি পদ্মশিবিরের। শুক্রবারের এই ঘটনায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন শুভেন্দু।
এদিন ট্যুইট করে শুভেন্দু বলেন, 'রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, শয়ে শয়ে তৃণমূল কর্মী আঞ্চলিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। দলের এই অবক্ষয়ে আতঙ্কিত তৃণমূল, তার জেরেই বিজেপি নেতাকে খুন।' দিনহাটা হত্যাকাণ্ডে সরাসরি তৃণমূলকেই নিশানা করেছেন শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ তাই অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে ফের শ্যুটআউট। দিনেদুপুরে দিনহাটায় যুবককে গুলি করে খুন। বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুন দুষ্কৃতীদের। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। মায়ের সামনে ছেলেকে খুন। ভরদুপুরে বাড়ির ভেতরেই দুষ্কৃতী দৌরাত্ম্য। যার জেরে অকালে চলে গেল তরতাজা প্রাণ। বিজেপি সূত্রে খবর, নিহত যুবক দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। যুবক খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরের অভিযোগ, খুন করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্ব জেরেই এই খুন। দিনহাটায় যুবককে বাড়িতে ঢুকে গুলি করে খুন। নিহতকে ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে দাবি বিজেপির। এর আগে ৩ মে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া। গত ২৫ মে নদিয়ার কৃষ্ণগঞ্জে পা ভাঙা অবস্থায় বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ করে বিজেপি। যা মনে করিয়ে দেয়, ৩ বছর আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কোচবিহারের দিনহাটায় যুবককে গুলি করে খুন।
এদিন দিনহাটায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তাংর সামনে কান্নায় ভেঙে পড়েন নিহত বিজেপি কর্মীর মা। থেলে বিজেপি করায় পুলিশ বাড়িতে রেড করত বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার