Suvendu Adhikari: গোয়ার পর ভরাডুবি ত্রিপুরায়, জাতীয় দলের তকমা খারিজ হোক তৃণমূলের, কমিশনে আর্জি শুভেন্দুর
Election Commission: জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের তকমা খারিজের আবেদন করলেন বিরোধী দলনেতা।

কলকাতা: গোয়ার পর ত্রিপুরায় ভরাডুবি। জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের তকমা খারিজের আবেদন করলেন বিরোধী দলনেতা। ট্যুইটে করে তিনি লিখেছেন, আমি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করছি, সর্বভারতীয় দল হওয়ার জন্য যে মাপকাঠি রয়েছে, তৃণমূল কংগ্রেস, তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাই, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের তকমা খারিজ করা উচিত। তৃণমূল কংগ্রেস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল বলেও আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















