Suvendu - Mamata : সংঘাতের আবহেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু অধিকারী, কেন?
Constitution Day : বিধানসভায় দাঁড়িয়েই শাসকদলের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। অথচ সেদিনই আবার মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু। কেন !
আশাবুল হোসেন, কলকাতা : সংঘাতের আবহেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । সঙ্গে মনোজ টিগ্গা ও অগ্নিমিত্রা পাল । দুই বিজেপি বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধী দলনেতা গেলেন।
প্রাক্তন তৃণমূল-নেতা, একদা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) বিরোধী শিবিরের প্রধান মুখ। বিভিন্ন মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনেন অহরহ। শুক্রবার সংবিধান দিবস পালনের আবহেও বিধানসভায় দাঁড়িয়েই শাসকদলের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। অথচ সেদিনই আবার মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু। কেন !
‘সৌজন্য সাক্ষাৎ, সংবিধান দিবস উপলক্ষ্যে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী’। মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে বলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন :
অনুব্রত মণ্ডলের আরও ১৪ দিনের জেল, জামিনের আবেদনই করলেন না আইনজীবীরা
বিধানসভায় সংবিধান দিবস ( Constitution Day )উপলক্ষে অনুষ্ঠানে শাসক দলকে নিশানা করেন শুভেন্দুৃ। ‘সংবিধানে লেখা, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল’। আমাদের এখানে চলে, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি’। ২৬ নভেম্বর সংবিধান দিবস। নির্ধারিত দিনের আগেই শুক্রবার বিশেষ এই দিন পালিত হল বিধানসভায় ( West Bengal Assembly )। আর এখান থেকেই ফের একবার শাসকদলকে বাক্যবাণে বিঁধলেন বিধানসভার বিরোধী দলনেতা।
শুক্রবার বিধানসভায় দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) বলেন, ‘ভোটের সময় আমরা আমাদের রাজনীতি করব। কিন্তু বাকি সময় সংবিধান অনুযায়ী চলব। বিধানসভা থেকে এটাই শপথ নেওয়া উচিত’। ফের একবার তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধী দলনেতা বলেন, ‘প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না। যথা সময় পুরসভা নির্বাচন হয় না, প্রশাসক বসিয়ে চলছে। ' শুভেন্দুর বক্তব্যে আসে কলেজ রাজনীতি প্রসঙ্গও।
View this post on Instagram