(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: রাজ্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর
West Bengal Government: রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে রাজ্যের প্রকল্পের জন্য বরাদ্দ করা হচ্ছে।
শিবাশিস মৌলিক, কলকাতা: রাজ্য সরকারের (state government) বিরুদ্ধে আর্থিক অনিয়মের (financial irregularity) অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে (Finance Minister) চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। নির্মলা সীতারমণকে (nirmala sitharaman) লেখা চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা তুলে রাজ্যের প্রকল্পের জন্য বরাদ্দ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দফতরের অধীনস্থ স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে টাকা জমা করার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আর্থিক দুর্নীতিতে বিভিন্ন ব্যাঙ্কও জড়িত বলে সীতারমণকে লেখা চিঠিতে অভিযোগ বিরোধী দলনেতার।
কী অভিযোগ?
গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্যের বিরোধী দলনেতা। তাতেই রাজ্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন শুভেন্দু। তাতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে না তুলে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন তহবিল, রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে জমা করা হয়েছে বলে দাবি করা হয়। শুভেন্দুর আরও দাবি, এই কাজের মধ্যে বিভিন্ন ব্যাঙ্কও জড়িত রয়েছে। এর তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা, আপাতত এমনই খবর। প্রসঙ্গত, এর আগেও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা।
আগেও অভিযোগ...
গত অগাস্টের শেষ দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক দাবি করেছিলেন বিরোধী দলনেতা। বলেছিলেন, "তৃণমূল নেতা-নেত্রী-সহ ১০০ জনের নাম জমা দিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে’। ৪ বিধায়কের লেটারপ্যাড-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ জমা দিয়েছি।" তার আগে, অগাস্টের একেবারে গোড়ার দিকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরের দিন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ ছিল, রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন এবং আর্থিক দুর্নীতি হয়েছে। পরিবর্তিত নামের তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী জল যোজনা মিশন, স্বচ্ছ ভারত অভিযান, ওয়াটার শেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন-সহ ৭টি কেন্দ্রীয় প্রকল্প, চিঠিতে উল্লেখ শুভেন্দু অধিকারীর। চিঠির কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়েছিল তৃণমূল। দলীয় নেতা জয়প্রকাশ মজুমদারের বলেছিলেন, 'পশ্চিমবঙ্গের জনগণকে ভাতে ও পেটে মারতে চাইছেন শুভেন্দু।...প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী কথা বলছেন। এর মধ্যে ওঁকে ফোপরদালালি করার অধিকার কে দিল? ...রাজ্যের পাওনা। প্রধানমন্ত্রীর টাকা নয়। জনগণের করের টাকা। নীতি আয়োগ কী বলেছিল?...শুভেন্দু পড়াশোনা করেন না, জানেন না। তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সাধারণ মানুষের বিরোধিতা করছেন। পশ্চিমবঙ্গের মানুষকে পেটে মারার, ভাতে মারার পরিকল্পনা নিয়ে এই বিজেপি চলছে যার মাথায় শুভেন্দু অধিকারী। তাই সাধারণ মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন।' এবার অর্থমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন শুভেন্দু।
আরও পড়ুন:মেনকা গম্ভীরের দায়ের আদালত অবমাননার মামলা খারিজ কলকাতা হাইকোর্টে