Suvendu On Akhil: অখিল গিরিকে বহিষ্কারের দাবিতে রাজ্যপালের কাছে আবেদন শুভেন্দুর
Suvendu Attacks Akhil: বাইশ সালেও অখিল গিরি ফোকাসে এসেছিলেন। সেবার রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যে উত্তাল হয়েছিল গোটা দেশ।
কলকাতা: রাজ্যে ইতিমধ্যেই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীর। সেই আবহেই অবৈধ সম্পত্তির ইস্য়ু তুলে শুভেন্দু-তথা অধিকারী পরিবারকে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তারপর নাম না করলেও নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমোও। তারপর গতকাল গর্জে ওঠেন খোদ শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তোপ দাগেন মুখ্যমন্ত্রীকেও। প্রশ্ন তুলে বলেন, 'শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?'। আর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার শুভেন্দুর স্ক্যানারে রাজ্যের মন্ত্রী অখিল গিরি। ফের মন্ত্রিসভা থেকে বহিষ্কারের জন্য আবেদন শুভেন্দুর।
বাইশ সালেও অখিল গিরি ফোকাসে এসেছিলেন। সেবার রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মুকে নিয়ে অখিল গিরির মন্তব্যে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেবারও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের দাবি জানানো হয়েছিল। আরও তেইশ সালেও ফিরল সেই স্মৃতি ? মূলত, মাননীয় রাজ্যপালের কাছে কারামন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের জন্য রাজ্য সরকারকে সুপারিশের আবেদন শুভেন্দুর। মাননীয় রাজ্যপাল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি, অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার।এই মন্তব্যের জন্য কড়া পদক্ষেপ নিতে মাননীয় রাজ্যপালকে আবেদন শুভেন্দুর।
প্রসঙ্গত, একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে। এরপরেই অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছিল বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছিল বিজেপি।
তবে রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্যের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন সেসময় মমতা বন্দ্যোপাধ্যায়ও। ‘রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। দল থেকে সতর্ক করা হয়েছে অখিল গিরিকে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি’, এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, বাইপাসের বহুদিন পার, কবে মিলবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ? SSKM-এ চিঠি ED-র
তবে এখানেই শেষ নয়, রাষ্ট্রপতির উদ্দেশে বিস্ফোরক মন্তব্যের পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর পাল্টা সভায় বিরোধী দলনেতাকে আক্রমণ করেছিলেন তিনি। ‘আমি হাফ প্যান্ট মন্ত্রী হলে শিশির অধিকারী তো লেংটি মন্ত্রী’,বলে বিতর্কিত হয়েছিলেন অখিল গিরি।