Suvednu Adhikari: গঙ্গাজলঘাটিতে BJP নেতাকে 'খুন' ? কাদের কাঠগড়ায় তুললেন শুভেন্দু ?
Suvendu ON BJP Murder :বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিধিরামপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় উঠল প্রশ্ন। কী বললেন শুভেন্দু ?
কলকাতা: গঙ্গাজলঘাটিতে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন তিনি ট্যুইট করে স্পষ্ট বলেছেন, 'পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী শুভদীপের জনপ্রিয়তা মানতে পারেনি তৃণমূল। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় খুন করা হয়েছে শুভদীপকে। তৃণমূলের দুষ্কৃতীদের আড়াল করবে রাজ্য পুলিশ, সিবিআই তদন্ত চাই', দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিধিরামপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় উঠল প্রশ্ন। বাড়ির কাছে গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। দেহের সঙ্গে বাঁধা ছিল হাত। মৃতের নাম শুভদীপ মিশ্র।পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বছর ২৫-এর শুভদীপকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।এই ঘটনায় বিজেপি নেতার প্রেমিকা, তাঁর স্বামী, দেওর-সহ ৩ জনকে আটক করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, বাড়ি এসে খুনের হুমকি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা। সেই ভয়েই গত এক সপ্তাহ বাড়ি ফেরেননি শুভদীপ। দলীয় যোগ অস্বীকার করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
আরও পড়ুন, 'চাইলে তৃণমূলে চলে যেতে পারে', জোর নিশানা শমীকের, পাল্টা অনুপম..
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবারও উঠেছিল একটি ভয়াবহ অভিযোগ। বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে অশান্ত হয়েছিল শান্তিপুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে রাস্তা অবরোধ করা হয়েছিল। আগুন জ্বালিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল বিজেপি। বিজেপির বুথ সহ সভাপতির বাবাকে পিটিয়ে খুনের অভিযোগে আটক হয়েছিলেন ১ তৃণমূল সমর্থক। নিহত বিজেপি কর্মীর নাম অধীর সরকার। বিসর্জনের শোভাযাত্রা থেকে ফেরার পথে প্রকাশ্যে হামলার অভিযোগ উঠেছিল । দুই তৃণমূল সমর্থক আনন্দ ও গোকুল সরকারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল বিজেপি। খুনের নেপথ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল, অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তুলেছিল তৃণমূল।
মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। অপহরণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। ভর সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয়েছিল বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, দাবি পরিবারের। ওই দিনই গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছিল তাঁকে, প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। রাতে থানার সামনে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি।
আরও পড়ুন, দীপাবলির আগে পেট্রোল-ডিজেলের দরে হেরফের, কী দাম কলকাতায় ?
অপরদিকে এর আগে, গত ২৯ এপ্রিল বিজেপি নেতা রাজেন্দ্র সাউকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই হয়েছিল সবংয়ে। প্রশ্ন তুলেছিল হেমতাবাদকাণ্ডও।