Suvendu Adhikari: রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর
‘রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য রাজ্য সরকারে হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই পরিস্থিতি এত ভয়াবহ। দেউলিয়ার পথে রাজ্য সরকার, যার পরিণাম ভুগছে জনস্বাস্থ্য। প্রাণ হারাচ্ছে মানুষ, পরিস্থিতি ভয়াবহ’।
কলকাতা: রাজ্যের ডেঙ্গি (Dengue)-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রের কাছে চিকিৎসক ও বিশেষজ্ঞ দল পাঠাতে আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। পাশাপাশি ট্যুইট করেও রাজ্যকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ‘রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য রাজ্য সরকারে হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই পরিস্থিতি এত ভয়াবহ। দেউলিয়ার পথে রাজ্য সরকার, যার পরিণাম ভুগছে জনস্বাস্থ্য। প্রাণ হারাচ্ছে মানুষ, পরিস্থিতি ভয়াবহ’।
ভয়াবহ পরিস্থিতি: গত কয়েকমাসে রাজ্যে ভয়াবহ পরিস্থিতির আকার নিয়েছে ডেঙ্গি (Dengue Update)। গতকালই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২ জনের। মধ্যমগ্রাম ও নাগেরবাজারের দুই বাসিন্দার ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। এদিকে, ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব বিরোধীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা জবাব শাসকদলের।
একের পর এক মৃত্যু: ভয়ঙ্কর! বিপজ্জনক! বেলাগাম! রাজ্যের বর্তমান ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কার্যত কোনও বিশেষণই যথেষ্ট নয়। উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে, রবিবার আরও ২ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু সংবাদ প্রকাশ্যে এসেছে। মধ্যমগ্রাম ও নাগেরবাজারের দুই বাসিন্দার ডেথ সার্টিফিকেটেই উল্লেখ ডেঙ্গি শক সিনড্রোমের। দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তেলিপুকুরের বাসিন্দা ৫৪ বছরের গৃহবধূ শিল্পী সাহা কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন।
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার নাগেরবাজারের অলিভিয়া নার্সিংহোমে ভর্তি করা হয় শিল্পীকে। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর! এই নিয়ে, দক্ষিণ দমদম এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হল। এদিন শিল্পীর আত্মীয়-স্বজনরা চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে চড়াও হন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাধে।
শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মধ্যমগ্রামের বাদুর বাসিন্দা কাবেরী চক্রবর্তীর।
পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ধুম জ্বর নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হন বছর চল্লিশের গৃহবধূ। পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন কাবেরী চক্রবর্তী। শনিবার হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়।
সার্বিক ডেঙ্গি পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তা ভীষণই উদ্বেগের। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও ৫১ হাজার পেরিয়ে গেছে! এই পরিস্থিতিতে, ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলছে বিরোধীরা। ডেঙ্গি তথ্য গোপন রাজ্য সরকারের? বিরোধীদের ভিত্তিহীন অভিযোগ বলছে তৃণমূল।
হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। হাসপাতালে হাসপাতালে বাড়ছে ভিড়! ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের হাহাকার! চরম উদ্বেগজনক পরিস্থিতি! তারমধ্যেই ডেঙ্গি নিয়ে চড়ছে রাজনীতির পারদ।