RG Kar Protest: আউটডোর বন্ধ থাকলেও রোগীদের পরিষেবা দিচ্ছেন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকরা
Tamluk News: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সামিল হওয়ার পাশাপাশি রোগীদের অসুবিধার কথা মাথায় রেখে অস্থায়ীভাবে পরিষেবা দিচ্ছেন তাম্রলিপ্ত হাসপাতালের চিকিৎসকরা।
বিটন চক্রবর্তী, তমলুক: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar Medical college and hospital doctor death) সুবিচার সহ চিকিৎসকদের ১০ দফা দাবির জন্য অন্যান্য হাসপাতালের মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেও (Tamralipta Medical College and Hospital) বন্ধ আউটডোর পরিষেবা। যার ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সমস্যায় পড়েছেন।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই কারণে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মিটিং হলে অস্থায়ীভাবে আউটডোর পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, একদিকে যেমন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিবাদে সামিল হয়েছেন, অপরদিকে তেমনি রোগীদের কথা মাথায় রেখে চিকিৎসা পরিষেবাও চালিয়ে যাবেন।
এপ্রসঙ্গে তামলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক শিবশঙ্কর দে বলেন, "RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যেভাবে একজন কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা অবিলম্বে সেই ঘটনার সুবিচার চাই। পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সহ ১০ দফা দাবি নিয়ে যে আন্দোলন করছেন তার সঙ্গেও আমরা একমত। তাই তাঁদের দাবির সঙ্গে সহমত পোষণ করে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কিন্তু, এর ফলে অসুবিধার মধ্যে পড়ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা। তাঁদের কথা মাথায় রেখে অস্থায়ীভাবে হাসপাতালের মেডিক্যাল কলেজের মিটিং হলে অস্থায়ীভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। যাতে তাঁদের কোনও সমস্যা না হয় সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর থেকে আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। প্রথমে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না দিয়েছেন তারপর ১০ দিন ধরে আমরণ অনশনে বসেছেন। তারপরও অবশ্য দাবি পূরণ হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।