Tangra Fire: "এগিয়ে বাংলার ভয়ঙ্কর ডিজাস্টার ম্যানেজমেন্ট,'' ট্যাংরার অগ্নিকাণ্ডে ট্যুইট শুভেন্দুর
Tangra Fire Update: ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়। এই ঘটনায় তোপ দেগে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
কলকাতা: ট্যাংরার (Tangra Fire) মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়। এই ঘটনায় তোপ দেগে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। "জল ফুরিয়ে গেছে দমকলের, স্থানীয়রা আগুন নেভাতে বালতিতে করে জল ঢালছেন। এটাই এগিয়ে বাংলার ভয়ঙ্কর ডিজাস্টার ম্যানেজমেন্ট।'' ট্যাংরার অগ্নিকাণ্ডে ট্যুইটে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
Egiye Bangla in disastrous Disaster Management.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 12, 2022
Shame shame @MamataOfficial, The Fire & Emergency Services Department's efficiency has gone down during your tenure. https://t.co/ypUkgoFHUm
ভরসন্ধেয় ফের অগ্নিকাণ্ড শহরে। শনিবার হঠাৎই আগুন লাগে ট্যাংরার রেক্সিন, ফোম, কাপড়ের গুদামে। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয় দমকলের। দীর্ঘক্ষণ আগে আগুন লাগলেও, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন স্থানীয়রা। দমকলের পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) বিপর্যয় মোকাবিলা বাহিনী। একইসঙ্গে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সামিল হন। আগুনের এতটাই তাপ যে হাতে রুমাল চাপা দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি।
৪ ঘণ্টা পার, আগুন নিয়ন্ত্রণে আসা দূর বরং লেলিহান শিখা ক্রমশই আঁচ বাড়িয়ে তুলছে ট্যাংরায়। যা যথেষ্ট উদ্বেগজনক। আগুনের এই ভয়াবহতায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যেও। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিন দমকলের কর্মী। সূত্রের খবর, তাঁদের ভর্তি করা হয়েছে এনআরএসে। এদিন ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দেন সুজিত বসু। তিনি বলেন, "শুভেন্দুর কথার গুরুত্ব নেই।''