Tapas Ray : মোদির কোট সুন্দর বলার জন্য কি সুদীপকে লোকসভায় পাঠানো হয়েছে? ফের বেলাগাম আক্রমণ তাপসের
দলেরই সাংসদকে ‘সাদা হাতি’ বলে কটাক্ষ করলেন তিনি। সুদীপের দলের প্রতি আনুগত্য নিয়েও প্রশ্ন তুললেন বরানগরের বিধায়ক
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : এই নিয়ে পরপর ৪ দিন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন দলেরই বিধায়ক তাপস রায়। সুদীপ বনাম তাপসের বাগযুদ্ধের উত্তাপ ক্রমেই চড়ছে করলাম। শুক্রবার, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের বেলাগাম আক্রমণ করলেন তাপস রায়। সুদীপের ‘হাতি চলে বাজার’ মন্তব্যের জবাব দিলেন তাপস।
‘সাদা হাতি’ বলে কটাক্ষ সুদীপকে
দলেরই সাংসদকে ‘সাদা হাতি’ বলে কটাক্ষ করলেন তিনি। সুদীপের দলের প্রতি আনুগত্য নিয়েও প্রশ্ন তুললেন বরানগরের বিধায়ক। সুদীপ প্রসঙ্গে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাপস রায় বলেন, ‘আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, সাদা হাতি নই ! ' সেই সঙ্গে সুদীপকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি দুর্নীতিগ্রস্ত নই, হেফাজতে থাকা লোক নই’ । তাপসের দাবি, ‘আমিও ৫ বারের বিধায়ক, আমার কোনও কালো দাগ নেই’ ।
মোদির উপহার, সুদীপের পাল্টা উপহার দেওয়ার অভিযোগ
সুদীপের বিরুদ্ধে এবার নজিরবিহীন অভিযোগ আনলেন তাপস। সরাসরি বললেন ‘আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ, ওম বিড়লাদের ভজনা করি না’। সেই সঙ্গে মোদির সঙ্গে উপহার চালাচালি নিয়ে করলেন অভিযোগ। তাপসের বিদ্রুপ, ‘নরেন্দ্র মোদির কোট সুন্দর বলার জন্য কি সুদীপকে পাঠানো হয়েছে? মোদির উপহার দেওয়া কোটের কাপড় পরে পরের বৈঠকে গেলেন। মোদির জন্য আবার দুটি কোটের কাপড় উপহার নিয়ে গেলেন’
সেই সঙ্গে তাপস রায়ের প্রশ্ন, আড়াই বছর ধরে পার্লামেন্টের ভেতরে বাইরে সুদীপ বিজেপির বিরুদ্ধে চুপ কেন? তিনি বলেন, ' যেখানে বিজেপি হাত ধুয়ে লেগে পড়েছে, ইডি-সিবিআই ব্যবহার করছে,একটা কথা বলতে দেখেছেন? সেই সময় যদি মোদি ভজনা হয়, কোট দেওয়া নেওয়া হয়, আমরা মেনে নিতে পারব না। রুজিরাকে হেনস্থার বিরুদ্ধে কোনও প্রতিবাদ করেছেন?'
ওম বিড়লার ভজনা করছেন সুদীপ
তাপসের তির শুভেন্দুর দিকেও। তিনি বলেন, ‘বিধানসভার স্পিকারকে শুভেন্দুরা কদর্য ভাষায় আক্রমণ করছেন। আর দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার ভজনা করছেন সুদীপ’। ‘মমতার আশীর্বাদ না থাকলে মোদির সঙ্গে বৈঠক করতেন কী করে?’
তাপসের অভিযোগ, ‘উনি মমতার অনুগামী সক্রিয় রাজনীতিবিদদের পছন্দ করেন না। ওঁকে তোষণ করে রাজনীতি করার আগে আমার মৃত্যু হোক’