Tathagata Roy Tweet : প্রধানমন্ত্রীকে ট্যাগ করে প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলোর অনুমোদন চাইলেন তথাগত রায়
'কেন্দ্রের বঞ্চনা’ টাইপের সিপিএম-তৃণমূল-সুলভ রাজনৈতিক নাকে-কাঁদুনি সমর্থন করার জন্য নয়, পরের ট্যুইটে লেখেন তথাগত রায়।
কলকাতা : দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের ‘ব্রাত্য’ বাংলার ট্যাবলো! যার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি দেওয়ার পরে এবার ট্যুইট তথাগত রায়ের। তাঁর কথায় ধরা পড়ল দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের উল্টো সুর। এদিন বাংলার ট্যাবলোর অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে ট্যুইট প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির। যে বক্তব্যের পাশে দাঁড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। যে প্রতিক্রিয়া আসার পরি আবার নিজের অবস্থান স্পষ্ট করতে ' সিপিএম-তৃণমূল-সুলভ রাজনৈতিক নাকে-কাঁদুনি সমর্থন করার জন্য নয়' বলে ট্যুইট করেন ২০০২ থেকে ২০০৬ অবধি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলানো তথাগত রায়।
এদিন সকালে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইটে তথাগত রায় বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, অনুগ্রহ করে প্রজাতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগঠন INA, যা ব্রিটিশদের নিজের সেনার প্রতি বিশ্বাসকে নাড়িয়ে দিয়ে, তাদের দেশ ছাড়াকে ত্বরান্বিত করেছিল, তার বর্ননা রয়েছে।
তথাগত রায়ের এই ট্যুইটকে রিট্যুইট করে স্বাগত জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, মাঝে মাঝে বেশ কিছু অসংলগ্ন ও ভুল কথা বললেও ‘নোট ও নটীর বিনিময়ে টিকিট, কামিনী কাঞ্চন, দলের অন্তর্দ্বন্দ্ব, ব্যর্থ দল পরিচালনা’ প্রভৃতি বাংলার বিজেপির বাস্তব কঙ্কালসার চেহারা তুলে ধরেছেন অনেকবার। আজও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন। এই শুভ বুদ্ধি নিয়েই ভাল থাকবেন।
যার প্রেক্ষিতে ফের ট্যুইট করে তথাগত রায় লেখেন, ‘ভুল, পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত হোক এই আবেদন প্রধানমন্ত্রীর কাছে করেছি। শুধু যাতে নেতাজি তথা অবিভক্ত বাংলার অন্য স্বাধীনতা সংগ্রামীদের অবদান মানুষের চোখের সামনে আসে। কেন্দ্রের বঞ্চনা’ টাইপের সিপিএম-তৃণমূল-সুলভ রাজনৈতিক নাকে-কাঁদুনি সমর্থন করার জন্য নয়।
ভুল। পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত হোক, এই আবেদন প্রধানমন্ত্রীর কাছে করেছি শুধু যাতে নেতাজি তথা অবিভক্ত বাংলার অন্য স্বাধীনতা সংগ্রামীদের অবদান মানুষের চোখের সামনে আসে। "কেন্দ্রের বঞ্চনা" টাইপের সিপিএম-তৃণমূল-সুলভ রাজনৈতিক নাকে-কাঁদুনি সমর্থন করার জন্য নয়। https://t.co/5SRb1GtOg9
— Tathagata Roy (@tathagata2) January 17, 2022
প্রসঙ্গত, চলতি বছরে কেন্দ্রের প্রজাতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব’। ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিবসেই শুরু হবে প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠান। পাশাপাশি এ’বছর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। সেই কারণে, নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA বিষয়ক ট্যাবলোর প্রস্তাব দেয় রাজ্য। কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়াতেই শুরু হয়েছে বিতর্ক! প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। (প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ব্রাত্য বাংলার ট্যাবলো, পুনর্বিবেচনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর)
আর এরপরই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়ও প্রধানমন্ত্রীর কাছে একই অনুরোধ করায় স্বভাবতই খানিকটা অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন-‘প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্য হল’ 'কামিনি-কাঞ্চন' ট্যুইট মনে করিয়ে রাজ্য বিজেপিকে খোঁচা তথাগত রায়ের