GT vs LSG Live: শুভমনরা আটকে গেলেন ২০২/৯ স্কোরে, দুবারের সাক্ষাতে দুবারই গুজরাতকে হারাল লখনউ
IPL Live: লখনউ সুপার জায়ান্টসের কাছে ৩৩ রানে হেরে গেল গুজরাত টাইটান্স।

Background
আমদাবাদ: এক দল আইপিএলের (IPL 2025) প্লে অফে পৌঁছে গিয়েছে। আর এক দল দৌড় থেকে ছিটকে গিয়েছে। বৃহস্পতিবার আইপিএলে মুখোমুখি সেই গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস (GT vs LSG)।
প্লে অফে জায়গা পাকা করে নিলেও গুজরাত টাইটান্সের (Gujarat Titans) পয়েন্ট টেবিলে প্রথম দুইয়ে জায়গা এখনও নিশ্চিত নয়। শুভমন গিলরা চাইবেন, প্রথম দুইয়ের মধ্যে থেকে গ্রুপ পর্ব শেষ করতে। যাতে কোয়ালিফায়ার ওয়ান খেলা যায়। তাতে হেরে গেলেও ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাওয়া যাবে। এর আগে ২০২২ ও ২০২৩ - পরপর দুই আইপিএলে গ্রুপ পর্বের শীর্ষে থেকে প্লে অফে গিয়েছিল গুজরাত। দুবারই ফাইনালও খেলেছিল। ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে। ২০২৩ সালে রানার আপ হয়। শেষ দুই ম্যাচে জিতলে এবারও তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত হয়ে যাবে।
চলতি আইপিএলে তিনটিমাত্র ম্যাচ হেরেছে গুজরাত। তার মধ্যে একটি ম্যাচ হেরেছে এই লখনউয়ের বিরুদ্ধেই। সেই ম্যাচে দেখা গিয়েছিল, শুভমন গিল, বি সাই সুদর্শন ও জস বাটলার - ব্যাটিং টপ অর্ডার জ্বলে না উঠলে কীভাবে চাপে পড়ে যায় গুজরাতের ব্যাটিং। সেই ম্যাচে গিল ও সুদর্শন রান পেলেও মাত্র ৭ বলের ব্যবধানে ফিরে যান। বাটলার ব্যর্থ হন। ১৮০/৬ স্কোরে আটকে যায় গুজরাত।
তবে নক আউট পর্বের আগে মিডল অর্ডারের পরীক্ষা হোক, চাইতে পারেন গুজরাতের টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে প্লে অফ পর্বে যেখানে বাটলারকে ছাড়াই নামতে হবে তাদের। বাটলার না থাকলে প্লে অফ পর্বে শেরফান রাদারফোর্ডের গুরুত্ব আরও বাড়বে। বৃহস্পতিবার রাদারফোর্ডের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে দল।
গুজরাতের ব্যাটিং ঝড় থামাতে লখনউয়ের অস্ত্র হতে পারেন রবি বিষ্ণোই। আইপিএলের আচরণবিধি ভাঙায় এই ম্যাচে নেই দিগ্বেশ সিংহ রাঠি (Digvesh Rathi)। তাঁর অনুপস্থিতিতে বিষ্ণোইয়ের চার ওভারের ওপর অনেক কিছুই নির্ভর করছে।
আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর লখনউয়ের বিরুদ্ধে গুজরাতের দলে বড় কোনও পরিবর্তন ঘটানোর সম্ভাবনা নেই বললেই চলে। তবে দুই পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে কোনও একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে।
লখনউকে দিগ্বেশ রাঠির পরিবর্ত খুঁজতে হবে। বাঁহাতি স্পিনার শাহবাজ আমেদ ও এম সিদ্ধার্থের মধ্যে কোনও একজন হতে পারেন বিকল্প। আমদাবাদে প্রথমে ব্য়াটিং করা দলই এগিয়ে থাকে। চলতি আইপিএলে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। বৃহস্পতিবার কী হবে?
IPL Live Score: ৩৩ রানে ম্য়াচ জিতল লখনউ
২৩৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে গুজরাত আটকে গেল ২০২/৯ স্কোরে। ৩৩ রানে ম্য়াচ জিতল লখনউ।
GT vs LSG Live Score: ১৭ ওভারে গুজরাতের স্কোর ১৮৬/৫
রাদারফোর্ড ফিরলেও ২২ বলে হাফসেঞ্চুরি শাহরুখের। ১৭ ওভারে গুজরাতের স্কোর ১৮৬/৫।




















