এক্সপ্লোর
Tata Altroz Facelift : টাটা লঞ্চ করল অলট্রোজের ফেসলিফট, দাম কত , নতুন কী পাবেন গাড়িতে ?
Tata Altroz Facelift : নতুন এই গাড়ির দাম শুরু ৬.৪৯ লক্ষ টাকা থেকে। আগের মতোই নতুন অলট্রোজ পেট্রোল, ডিজেল ও সিএনজিতে পাওয়া যাবে। তবে চকচকে লাল রঙে এই হ্যাচব্য়াক বাকিদেরকে অনেকটাই পিছনে ফেলে দেবে।
টাটার এই ফেসলিফট নজর কাড়ছে সবার।
1/7

টাটা লঞ্চ করল নতুন অলট্রোজ ফেসলিফট । অনেকদিন ধরেই এই গাড়ির ফেসলিফটের দিকে তাকিয়ে ছিল গাড়ি বাজার। কম দামে এই হ্যাচব্যাক এবার দিচ্ছে আরও বেশি ফিচার।
2/7

নতুন এই গাড়ির দাম শুরু ৬.৪৯ লক্ষ টাকা থেকে। আগের মতোই নতুন অলট্রোজ পেট্রোল, ডিজেল ও সিএনজিতে পাওয়া যাবে। তবে চকচকে লাল রঙে এই হ্যাচব্য়াক বাকিদেরকে অনেকটাই পিছনে ফেলে দেবে।
Published at : 22 May 2025 10:26 PM (IST)
আরও দেখুন






















