(Source: ECI/ABP News/ABP Majha)
Nadia News: পঞ্চায়েতের টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, মঞ্চ ছেড়ে মোবাইলে ক্রিকেট দেখলেন TMC বিধায়ক
TMC MLA Panchayat Tickets: নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বিজয়া সম্মেলনীতে যোগ দেন তৃণমূল বিধায়ক। সেখানেই তুললেন বিস্ফোরক অভিযোগ।
নদিয়া: তাল কাটল বিজয়া সম্মিলনীতে। পঞ্চায়েতের টিকিট (Panchayat Tickets) বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। মঞ্চ ছেড়ে পিছনে গিয়ে অনুষ্ঠান চলাকালীন মোবাইল ফোনে দেখলেন ক্রিকেট খেলা।
পঞ্চায়েতের 'টিকিট বণ্টন' নিয়ে ক্ষোভ
গতকাল নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে বিজয়া সম্মেলনীতে যোগ দেন তৃণমূল বিধায়ক। সেখানে তিনি অভিযোগ করেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে বিধায়কদের কাছ থেকে যে তালিকা চাওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী টিকিট দেওয়া হয়নি। অভিযোগ করেন টিকিট বিক্রিরও। এই অভিযোগের প্রেক্ষিতে নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ স্বীকার করেছেন, টিকিট বণ্টনের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। তবে তাপস সাহার কথায় আমল দিতে রাজি নন কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ।
'টিকিট বিক্রি'
কিন্তু এতো গেল 'টিকিট বণ্টন' ইস্যু। পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েত ভোটে 'টিকিট বিক্রি' নিয়ে উঠেছিল বড়সড় অভিযোগ।তখন জুন মাসের মাঝামাঝি। পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন (Nomination) শেষ হতেই মালদার হরিশ্চন্দ্রপুরে শাসক দলে ভাঙন দেখা গিয়েছিল। পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) টিকিট বিক্রির অভিযোগ তুলে দল ছেড়েছিলেন একঝাঁক তৃণমূল নেতা (TMC Leader)। দল ছেড়েছিলেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী, ব্লক তৃণমূলের সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা। টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত।
আরও পড়ুন, মমতার খোঁচায় আয়কর রিটার্নের নথি পোস্ট শুভেন্দুর, বললেন..
ধর্নায় বসেছিল তৃণমূল নেতৃত্বেরই একাংশ
সেসময় পঞ্চায়েতের টিকিট এক লক্ষ আর পঞ্চায়েত সমিতির টিকিট বিক্রি হচ্ছে দু'লক্ষ টাকায়, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে ধর্নায় বসেছিল তৃণমূল নেতৃত্বেরই একাংশ।পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল, দলের ব্লক সভাপতি টাকার বিনিময়ে দলীয় টিকিট বিক্রি করছেন। গ্রাম পঞ্চায়েতের টিকিটের জন্য দর উঠেছে এক লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য এর দরই দ্বিগুণ। এমনই অভিযোগ তুলে স্থানীয় নেতৃত্বের একাংশকে সঙ্গে নিয়ে রীতিমত ধর্নায় বসেছিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভাপতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার মেজিয়া এলাকায়।