Tejashwi Yadav : ফের দাদু হলেন লালু, কলকাতায় জন্মাল তেজস্বীর ছেলে, ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Tejashwi Yadav : লালু পুত্রের সন্তান জন্মেছে কলকাতারই বেসরকারি একটি হাসপাতালে। তাই জুনিয়র-যাদবকে দেখতে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : যাদব পরিবারে টানাপোড়েনের মাঝেই এল সুখবর। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ফের ঠাকুর্দা হলেন। পুত্র তেজস্বী যাদব ফের বাবা হলেন। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। লালুপ্রসাদের আরেক ছেলে তেজপ্রতাপ যাদব এবং অনুষ্কা নামক এক মহিলাকে ঘিরে এখন যাদব পরিবারের হাওয়া উত্তপ্ত। এরই মধ্যে জন্ম নিল ছোট্ট প্রাণ। পরিবারে এল খুশির হাওয়া । লালু পুত্রের সন্তান জন্মেছে কলকাতারই বেসরকারি একটি হাসপাতালে। তাই জুনিয়র-যাদবকে দেখতে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তেজস্বী যাদব এই সুসংবাদ জানান। ইনস্টাগ্রামে শেয়ার করেন ছেলের ছবি। লেখেন, 'শুভ সকাল!' অবশেষে অপেক্ষার অবসান হলো...'। মঙ্গলবারে ছেলের জন্ম। তিথি অনুসারে 'বড়া মঙ্গল'ও বটে। তাই তেজস্বী লেখেন, জয় হনুমান! সঙ্গে সঙ্গে অভিনন্দন বার্তায় ভেসে যায় কমেন্ট বক্স।
এদিন হাসপাতেলে লালুপ্রসাদ যাদবের পরিবারের নতুন সদস্য কে দেখতে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তেজস্বীকে পাশে দাঁড় করিয়ে বলেন, 'তেজস্বীর ঘরে পুত্রসন্তান এসেছে। ওঁদের পরিবারে এই প্রজন্মে প্রথম পুত্র সন্তান। ওঁরা খুব খুশি। লালুপ্রসাদজি, রাবড়িজিও এসেছেন। কাল রাতেই আমাকে মেসেজ করেছিলেন তেজস্বী। সামনে ওঁর রাজ্যে নির্বাচন। ওঁর সন্তান আশীর্বাদ নিয়েই জন্মেছে। ' মমতা বন্দোপাধ্যায় জানান, তেজস্বীর স্ত্রী গত ৯ মাস ধরে কলকাতাতেই আছেন। নিয়মিত তেজস্বীর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।
তেজস্বী যাদবের বোন রোহিনী আচার্যও আন্দবার্তা ভাগ করে নেন। তিনি তেজস্বী এবং রাজশ্রী যাদবকে আবার বাবা-মা হওয়ার জন্য শুভেচ্ছা জানান। লালু-রাবড়িকে আবার ঠাকুর্দা,ঠাকুরমা হওয়ার জন্য অভিনন্দন জানান। সঙ্গে সঙ্গে বড় দিদি কাত্যায়নীকেও অভিনন্দন জানান পিসিমণি । লেখেন, "জুনিয়র টুটুর জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ।"
Congratulations to the proud parents, dada dadi and congratulations to the proud sister katyayani . Lots of love and blessings to our junior tutu 😘💕🧿🎉🤗 pic.twitter.com/qXECslOz3b
— Rohini Acharya (@RohiniAcharya2) May 27, 2025
২ দিন আগেই বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে নিজের দল থেকে বহিষ্কার করেন লালুপ্রসাদ যাদব। পরিবার থেকেও কার্যত বের করে দেওয়া হয় তেজপ্রতাপকে। এই ছেলেকে তিনি 'দায়িত্বজ্ঞানহীন আচরণ-এর জন্য বহিষ্কার করেছেন বলে জানান। টানা ছয় বছর তিনি আর আরজেডির সঙ্গে কোনও সংযোগ রাখতে পারবেন না বলে জানিয়ে দেন আরজেডি সুপ্রিমো।






















