Cyclones in May: প্রতি বছর মে মাসেই 'হানা'?
Cyclones: প্রতি বছরই এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা যায়। আগে কী কী ঘূর্ণিঝড় হয়েছে?
অরিত্রিক ভট্টাচার্য ও সন্দীপ সরকার: আরও একটা মে মাস। ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! অশনি সঙ্কেত দিয়ে ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়! আয়লা থেকে ফণী, আমফান (Amphan) থেকে ইয়াস (Yaas), অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। কিন্তু কেন বারবার মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড়? কেন এই প্রবণতা? এই বিষয়ে কী মত বিশেষজ্ঞদের?
প্রতি বছরই এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা যায়। আগে কী কী ঘূর্ণিঝড় (Cyclone) হয়েছে?
২০০৯ সালের ২৫ মে:
সুন্দরবনে আছড়ে পড়েছিল আয়লা। ওই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার। আয়লার দাপটে বাংলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে ১৫০ জনের। কলকাতা ও লাগোয়া এলাকাও তছনছ হয়েছিল। ছিল না বিদ্যুৎ, জল।
২০১৯-এর মে:
ওই বছর ৩মে এবং ৪ মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফনীর ছোবল! তবে বাংলায় তেমন একটা প্রভাব ফেলেনি ফণী। ওড়িশায় মূলত ধাক্কা দিয়েছিল ফণী।
২০২০-র ২০ মে:
বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান। সেই ঘূর্ণিঝড়ের দাপটে বাংলায় ৮০ জনের ওপরে মানুষ মারা যান। বিপুল পরিমাণে এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল। বিদ্যুৎ ছিল না গোটা এলাকায়। সেই ক্ষত শুকোতে না শুকোতেই ইয়াস।
২০২১ ২৬ মে:
ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা সহ্য করতে হয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের।
কারণ কী?
মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ঘোষ বলেন, 'সমুদ্রের জলের উষ্ণতা ২৬ ডিগ্রি বা তার বেশি সেলসিয়াস, স্থলভাগে বেশি দ্রুত উত্তপ্ত হয়। মার্চে গরম হলে, জমির উষ্ণতা বাড়লেও, সমুদ্রের উষ্ণতা বাড়ে না, সেটা হতে হতে এপ্রিল, মে হয়ে যায়, এখন সমুদ্রের তাপমাত্রা গড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।' মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতার জন্য বিশেষজ্ঞরা, সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্প যুক্ত পূবালি হাওয়াকেও অন্যতম কারণ বলে মনে করছেন। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'ঘূর্ণিঝড়ের ঘূর্ণনের জন্য যে শক্তি প্রয়োজন, তা এই সময়ে তৈরি হয়, জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া ঝড় সৃষ্টির পিছনে অন্যতম অনুঘটকের কাজ করে। ফলে এই সময়ে কোনও কোনও নিম্মচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড় তৈরি হয়।' এবারও সেই মে মাসে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়।
আরও পড়ুন: টাটকা আমফান-ইয়াসের স্মৃতি, 'অশনি' সংকেত ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুরসভার