Kunal Ghosh: 'শতরূপ-বিমান-সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা গৃহীত হল', ট্যুইট কুণালের
Kunal Against Shatarup Biman Salim on Test Tube Baby Controversy: কুণাল ঘোষকে 'টেস্ট টিউব বেবি' বলে অপমান করেছেন বাম নেতা শতরূপ ঘোষ ! ট্যুইটে কী বার্তা কুণাল ঘোষের ?
কলকাতা: 'শতরূপ-বিমান-সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা গৃহীত হল', ট্যুইট কুণালের। উল্লেখ্য, পিতৃ পরিচয় তুলে অপমানের ঘটনা বাংলার রাজনীতিতে ক্রমশ বাড়ছে। সালটা ছিল ২২। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) ইস্যুতে, গতবছর শুভেন্দুকে (Suvendu Adhikari) হুঁশিয়ারি দিয়েছিল শাসকদল (TMC)। মূলত কয়লাপাচার ইস্যুতে 'তোলাবাজ ভাইপো' বলে, অভিষেকের পিতৃ পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন শুভেন্দু। আর এবার বছর পড়তেই সেই শাসকদলেরই আরেক হেভিওয়েট নেতা কুণাল ঘোষকে 'টেস্ট টিউব বেবি' (Test-Tube Baby)বলে অপমান করেছেন বাম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh) বলে প্রকাশ্যে আসে অভিযোগ। অপমান করা হয়েছে তাঁর পরিবারকেও, অভিযোগ ছিল তৃণমূল নেতার। আর এবার সেই ইস্যুতেই ট্যুইট করে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, মানহানির মামলা আদালতে (Court) গৃহীত হয়েছে।
কুণাল বলেছেন,'শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে, আমার মানহানির মামলা বিচারযোগ্য বলে গ্রহণ করেছে আদালত।এটি ক্রিমিনাল কেস। বুধবার শুনানির পরএই মর্মে নির্দেশ দিয়েছেন, কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমি নিয়মিত উপস্থিত ছিলাম এজালাসে, তবে হুইল চেয়ারে। আমার হয়ে সওয়াল করেছেন আইনজীবী অয়ন চক্রবর্তী' বলে জানিয়েছেন এদিন তিনি। তবে এর পরেই পুরো বিষয়টা খোলসা করেন কুণাল ঘোষ।
After hearing, LD CMM, Kolkata today accepted and allowed my criminal defamation case against Satarup Ghosh, Biman Bose, MD Salim. My lawyer was Ayan Chakraborty. The case will further be continued in LD 19 MM court.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 5, 2023
আরও পড়ুন, দিনহাটায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারের জের, গ্রেফতার ৭ BJP কর্মী
প্রসঙ্গত, রাজ্য়ে নিয়োগ দুর্নীতিতে একের পর এক হেভিওয়েটদের নাম জড়িয়েছে। সামনে এসেছে তাঁদের বিলাসবহুল গাড়ি-বাড়ির কথা। সেই তালিকায় রয়েছে টলি পাড়ার অনেকেই। সদ্য নাম উঠেছিল বনি সেনগুপ্তেরও। আর সেই বিতর্ক থেকে বাদ যাননি বাম নেতা শতরূপ ঘোষও। মূলত সুজন চক্রবর্তী, সুশান্ত ঘোষের পর, তৃণমূলের নিশানায় পড়েন সিপিএম নেতা শতরূপ ঘোষ। বিধানসভা নির্বাচনের হলফনামায় ২ লক্ষ টাকার সম্পদের কথা জানিয়ে, কী করে কিনলেন ২২ লক্ষ টাকার গাড়ি? প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। পাল্টা, শতরূপ ঘোষ জানিয়েছিলেন, বাবার টাকায় গাড়ি কিনেছেন তিনি। এই অবধি সওয়াল-জবাব ঠিকই ছিল। তারপরেই শতরূপের মন্তব্যে ওঠে বিতর্কের ঝড়। মূলত শতরূপ ঘোষ, কুণাল ঘোষকে 'টেস্ট টিউব বেবি' বলে কটাক্ষ করেছিলেন। এরপরেই জল গড়ায় অনেক দূর।