TET Agitation : হাজরা মোড়ে ধুন্ধুমার, টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশি বাধা, অশান্তি
TET : পুলিশ বাধা দিলে তাঁরা হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সঞ্চয়ন মিত্র, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর কাছে দাবিদাওয়া পেশ করতে যাচ্ছিলেন টেট উত্তীর্ণরা। পুলিশ বাধা দিলে তাঁরা হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্মারকলিপি দিতে এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। পুলিশ বাধা দিলে তাঁরা হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অফিস টাইমে রাস্তা আটকে বিক্ষোভের জেরে তৈরি হয়েছে যানজট।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। টেনে-হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ । ২০১৪ সালে রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের টেট হয়। যা নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার জেরে, নিয়োগ নিয়ে তৈরি হয় জটিলতা। অনেকের নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে রয়েছে।
গত ডিসেম্বরে সল্টলেকে ২০১৪-র প্রাথমিকে টেট উত্তীর্ণদের একাংশ অবিলম্বে নিয়োগের দাবিতে রাস্তায় নামেন। সল্টলেকের করুণাময়ীতে টেট এর চাকরিপ্রার্থীরা জড়ো হন। তারপর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের দিকে এগোনোর সময় তাঁদের পুলিশ বাধা দেয়। হয় ধস্তাধস্তিও। সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতির। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।
এরপর ফের একবার, চলতি বছরের শুরুতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের বাইরে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণরা। অবিলম্বে নিয়োগ করতে হবে, এই দাবিতে বিক্ষোভে উধাও হয়ে যায় করোনা বিধি। বিক্ষোভকারীদের দাবি ছিল , ২০১৪ সালে টেট উত্তীর্ণ হলেও সরকার চাকরির প্রতিশ্রুতি পূরণ করেনি। যদিও এই দাবি মানতে চায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। উল্টে পর্ষদ সভাপতি দাবি করেছেন, যাঁরা যোগ্য তাঁদের প্রত্যেকে নিয়োগপত্র পেয়েছেন। আরও কিছু জন নিয়োগপত্র পাবেন।