GhantaKhanek Sange Suman(০৯.১২.২৫) পর্ব ১: ভোটের দিন বা ভোটের আগে নয়, এবার SIR করতেও কেন্দ্রীয় বাহিনী?
Ghantakhanek Sange Suman :ভোটের দিন বা ভোটের আগে নয়, এবার SIR করতেও কেন্দ্রীয় বাহিনী? BLO-দের বাঁচাতে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ডাকার কথা ভাবছে কমিশন। "যা করার করুন, নাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে," কমিশনকে বলল সুপ্রিম কোর্ট। ১ কোটি পুলিশ পাঠাবে, খরচ দিতে হবে রাজ্যকে," আক্রমণ মুখ্যমন্ত্রীর। জলঘোলা করছেন মুখ্যমন্ত্রী, অনুপ্রবেশকারীদের যেতেই হবে," পাল্টা সুকান্ত মজুমদার। ১০০ দিনের কাজে নতুন শর্ত কেন্দ্রের, জনসভায় কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। "আমার সাহায্য ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না," হুঙ্কার হুমায়ুনের। "ভোটের আগে সংখ্যালঘু ভোট ভাগ করতে চাইছেন কেউ-কেউ," বললেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর মুখে 'বঙ্কিমদা,' বাঙালির অপমানের অভিযোগ মুখ্যমন্ত্রীর। 'ডহরবাবু বলার সময় মনে ছিল না?' কটাক্ষ বিজেপির
আরও খবর....
আজ রাজ্য়ে পাঁচ ডিভিশনাল পর্যবেক্ষকদের বৈঠক। বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। বৈঠকে থাকবেন স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। ভোটার তালিকা সংশোধনে এরাজ্য়ে পাঁচ ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ি ডিভিশনে ৫ পর্যবেক্ষক নিয়োগ।
All Shows






























