BJP: দফায় দফায় উত্তাল সংসদ, পশ্চিমবঙ্গে নারী নিগ্রহের অভিযোগকে হাতিয়ার করে আক্রমণ বিজেপির
দিকে দিকে সেই নারীর সম্ভ্রমই আজ ভূলুন্ঠিত। মণিপুর থেকে মালদা, কোচবিহার থেকে আলিপুরদুয়ারে নারী-নিগ্রহের অভিযোগে উত্তাল হচ্ছে রাজনীতি।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: নারী নিগ্রহের অভিযোগে উত্তাল রাজনীতি। বিরোধীরা যখন বিজেপি (BJP) শাসিত মণিপুরে (Manipur) বিবস্ত্র করে দুই নারীকে প্রকাশ্য়ে ঘোরানোর ইস্যুকে জোরালভাবে তুলে ধরছে, তখন পাল্টা, পশ্চিমবঙ্গে নারী নিগ্রহের অভিযোগকে হাতিয়ার করে আক্রমণ করল বিজেপি।
দিকে দিকে সেই নারীর সম্ভ্রমই আজ ভূলুন্ঠিত। মণিপুর থেকে মালদা, কোচবিহার থেকে আলিপুরদুয়ারে নারী-নিগ্রহের অভিযোগে উত্তাল হচ্ছে রাজনীতি। এই নিয়ে সোমবারও, দফায় দফায় উত্তাল হয় সংসদ। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের সঙ্গে তীব্র বাদানুূবাদে জড়ান তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। এদিন, রাজ্যসভায় বিজেপি সাংসদদের নাম পরিচয়-সহ তাদের প্রশ্নগুলোর কথা উল্লেখ করেন জগদীপ ধনকড়। কিন্তু, বিভিন্ন বিরোধী দলের সাংসদদের তোলা প্রশ্নের ক্ষেত্রে, তাঁদের দলের নাম না উল্লেখ করায়, সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
সংসদের ভিতরে ও বাইরে কংগ্রেস সহ বিরোধীরা যখন বিজেপি শাসিত মণিপুরে বিবস্ত্র করে দুই নারীকে প্রকাশ্য়ে ঘোরানোর ইস্যুকে জোরালভাবে তুলে ধরছে , তখন পাল্টা, পশ্চিমবঙ্গে নারী নিগ্রহের অভিযোগকে হাতিয়ার করে আক্রমণের রাস্তায় হেঁটেছে বিজেপি। এ দিন, বঙ্গ বিজেপির সাংসদরা পাল্টা মালদায় নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে সুর চড়িয়েছে।
ট্যুইটে এই ছবিটি দিয়ে, কটাক্ষ করেছেন মোদি মন্ত্রিসভার সদস্য ভূপেন্দ্র যাদব। বিজেপির সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পাঁচলা হোক, মালদা হোক, আলিপুরদুয়ার হোক, বীরভূম হোক, গতকাল রাতে নতুন একটি বিষয় এসেছে, কোচবিহারে একটি নাবালিক মেয়ে ১৪ বছর বয়স, তাকে ৪ দুষ্কৃতী মিলে লাগাতার ধর্ষণ করেছে, এর জন্য কি বিজেপি দায়ী? নাকি মুখ্যমন্ত্রী দায়ী, যে অপদার্থ মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থাকে এমন করে দিয়েছে, যেখানে মহিলাদের সুরক্ষা পশ্চিমবঙ্গে নেই। আজকে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, না হলে গদি ছাড়তে হবে।
সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মণিপুরের সঙ্গে অন্য কোনও ঘটনার কোনও রকম তুলনাই হয় না। যে বীভৎসতা হয়েছে মণিপুরে তার সঙ্গে অন্যান্য অনেক জায়গায় হয়তো নারী নির্যাতন হচ্ছে, নারীর অসম্মান করা হচ্ছে, কিন্তু সেটার সঙ্গে মণিপুরকে তুলনা করলে কিন্তু অত্যন্ত ভুল হবে। মণিপুর অনন্য ঘটনা, তার সঙ্গে পশ্চিমবঙ্গ বা অন্য কারও তুলনা করাটাই হচ্ছে বোকামি। এদিন, রাজ্যসভায় তুমুল বাদানুবাদের সময়, আপ সাংসদ সঞ্জয় সিংহকে পুরো বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন