Vice-Chancellor: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, অর্ডিন্যান্স আনল রাজ্য সরকার
আগে এই কমিটিতে ছিলেন, বিশ্ববিদ্যালয়, আচার্য তথা রাজ্যপাল এবং রাজ্য সরকারের প্রতিনিধি। এবার, এই কমিটি থেকে বাদ পড়লেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।

কলকাতা: উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে এলেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। উপাচার্য নিয়োগে সার্চ কমিটি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই বাদ! উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, অর্ডিন্যান্স আনল রাজ্য সরকার। উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে ৩জনের জায়গায় ৫জন সদস্য। সার্চ কমিটিতে আচার্য, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, ইউজিসি, উচ্চ শিক্ষা দফতর, উচ্চ শিক্ষা সংসদ।
অর্ডিন্যান্স আনল রাজ্য সরকার: উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে এবার থাকবেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। এতদিন, এই কমিটিতে ৩ জন প্রতিনিধি ছিলেন।পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন উপাচার্য নিয়োগের সার্চ কমিটি থেকে UGC-র প্রতিনিধিকে বাদ দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের আনা অর্ডিন্যান্স অনুযায়ী, এবার থেকে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে ৫ জন প্রতিনিধি থাকবেন।
আগে এই কমিটিতে ছিলেন, বিশ্ববিদ্যালয়, আচার্য তথা রাজ্যপাল এবং রাজ্য সরকারের প্রতিনিধি। এবার, এই কমিটি থেকে বাদ পড়লেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তার জায়গায়, কমিটিতে থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, উচ্চশিক্ষা সংসদ এবং UGC-র চেয়ারম্যানের প্রতিনিধি।উপাচার্য নিয়োগ নিয়ে, দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। আদালতে মামলা হয়েছে, অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ হয়েছে।আর, এর মধ্যেই উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনতন্ত্রে বদল, নতুন করে বিতর্ক তৈরি করল।অনেকে বলছেন, উপাচার্য নিয়োগের সার্চ কমিটির গঠনতন্ত্রে বদল এনে, সরকার যাকে চায় তাঁকেই উপাচার্য নিয়োগ করার রাস্তা প্রশস্ত করল।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিবৃতি দিয়ে বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা UGC-র চেয়ারম্যানের একজন প্রতিনিধিকে যোগ করেছি। ফলে, অনুসন্ধান কমিটির সদস্য সংখ্যা হল ৪। উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধিকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কোনও নির্বাচন কমিটিতেই জোড় সংখ্যক সদস্য থাকা বাঞ্ছনীয় নয়। কারণ মতানৈক্যের ক্ষেত্রে ভোটাভুটি হলে, তার ফলাফল ২-২ হলে অচলাবস্থার সৃষ্টি হয়। সেই কারণে আমরা রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যানের মনোনীত ১ জন প্রতিনিধি যোগ করেছি।‘ মুখ্যমন্ত্রী আচার্য হবেন, এই বিল বিধানসভায় পাস হয়েছে।এখনও রাজভবনে আটকে রয়েছে এই বিল। এনিয়ে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত চলছে। তার মধ্যেই উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি থাকা নিয়ে অর্ডিন্যান্স আনল রাজ্য সরকার।
আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম






















