Anubrata Mondal: দিল্লি হাইকোর্টেও কোনও স্বস্তি মিলল না গরুপাচারকাণ্ডে জেলবন্দি কেষ্টর
Anubrata Mondal Update: শেষ বেঞ্চ গঠন করে শুনানির সুপারিশ বিচারপতি বিবেক চৌধুরীর। ১৭ মার্চ পর্যন্ত কেষ্ট জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ আদালতের।
![Anubrata Mondal: দিল্লি হাইকোর্টেও কোনও স্বস্তি মিলল না গরুপাচারকাণ্ডে জেলবন্দি কেষ্টর The Delhi High Court did not get any relief from the jailed Kesthar in the cow smuggling case Anubrata Mondal: দিল্লি হাইকোর্টেও কোনও স্বস্তি মিলল না গরুপাচারকাণ্ডে জেলবন্দি কেষ্টর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/a4c1f2f9e8513627c0acd002d28e88381677839480142206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দিল্লি হাইকোর্টেও কোনও স্বস্তি মিলল না গরুপাচারকাণ্ডে জেলবন্দি কেষ্টর। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট, কাল শুনানির সম্ভাবনা, জানালেন ইডির আইনজীবী। দিল্লি যাত্রা ঠেকাতে হাইকোর্টে কেষ্ট, কাল সকাল ১১টায় শুনানির সুপারিশ। শেষ বেঞ্চ গঠন করে শুনানির সুপারিশ বিচারপতি বিবেক চৌধুরীর। ১৭ মার্চ পর্যন্ত কেষ্ট জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ আদালতের। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অনুব্রতর আইনজীবী। দিল্লি যাত্রা রুখতে বিচারপতি বিবেক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন অনুব্রতর আইনজীবী। প্রোডাকশন ওয়ায়েন্ট জারির পরেও কেন হাজিরা নয়, প্রশ্ন তোলে রাউস অ্যাভিনিউ কোর্ট।
তিহাড়-যাত্রা ঠেকাতে মরিয়া কেষ্ট, দিল্লি হাইকোর্টে এখনও মিলল না রক্ষাকবচ। কলকাতা হাইকোর্টে মামলা, তাই কোনও রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টেও কোনও স্বস্তি মিলল না গরুপাচারকাণ্ডে জেলবন্দি কেষ্টর। 'এখানেও এসেছেন, ওখানেও গিয়েছেন, তাহলে কেন এখানে রক্ষাকবচ?' কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেষ্ট, কাল শুনানির সম্ভাবনা, জানালেন ইডির আইনজীবী।
এদিকে, আজ হচ্ছে না অনুব্রত (Anubrata Mondal) মামলার শুনানি। আগামীকাল সকাল ১১ টায় বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির জন্য সুপারিশ। সুপারিশ করলেন বিচারপতি বিবেক চৌধুরী। অনুব্রতর ১৭ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ। সিবিআইয়ের মামলায় নির্দেশ আসানসোলের বিশেষ আদালতের। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রতর আইনজীবী। দিল্লি যাত্রা রুখতে বিচারপতি বিবেক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন অনুব্রতর আইনজীবী।
গরুপাচার (Cow Smuggling) মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। এর আগে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। অনুব্রতর আইনজীবী কপিল সিব্বলের দাবি, অনুব্রতকে বাংলা থেকে দিল্লি আনার চেষ্টা হচ্ছে। মৌখিকভাবে ইডি বলেছিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দিল্লিতে নিয়ে যাওয়া হবে না। কিন্তু, তা মানছে না ইডি।
গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের মামলায় অনুব্রত মণ্ডলকে ১৭ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। ভর্চুয়ালি আজ আদালতে পেশ করা হয়। বিচারকের প্রশ্নের জবাব এদিন অনুব্রত বলেন, ফিশচুলা ফেটে গেছে, মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। তদন্তের অগ্রগতি জানতে চান বিচারক । সিবিআই (CBI) সূত্রে খবর, অনুব্রতর নতুন যে ৮টি সম্পত্তির হদিশ মিলেছে তার নথি আদালতে জমা করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)