The Dover Lane Music Conference: শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোৎসব, ১৪ এপ্রিল শুরু হচ্ছে দ্য ডোভারলেন মিউজিক কনফারেন্স
কলকাতায় (Kolkata) রাগ সঙ্গীতের মহোত্সব ৷ দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স(The Doverlane Music Conference) ৷ এবার ৭০ তম বছর। আগামী ১৪ এপ্রিল থেকে শহরে মিলবে উচ্চাঙ্গ সঙ্গীতের উষ্ণতা।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোত্সব (festival of classical music)। আগামী ১৪ এপ্রিল থেকে কলকাতায় (Kolkata) শুরু হচ্ছে দ্য ডোভারলেন মিউজিক কনফারেন্স (The Dover Lane Music Conference)। এবারের সঙ্গীত সম্মেলনেও প্রবীন-নবীন প্রজন্মের মনিকাঞ্চনযোগ ৷ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।
দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স: কলকাতায় (Kolkata) রাগ সঙ্গীতের মহোত্সব ৷ দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স(The Doverlane Music Conference) ৷ এবার ৭০ তম বছর। আগামী ১৪ এপ্রিল থেকে শহরে মিলবে উচ্চাঙ্গ সঙ্গীতের উষ্ণতা। মূলত শীতে এই অনুষ্ঠান হলেও এবার করোনা পরিস্থিতির (Corona) জন্য দিনক্ষণ বদল করতে হয়। শহরে তাপমাত্রার পারদ যখন তুঙ্গে থাকবে, তখন তিলোত্তমাকে সুরের ঝর্নাধারায় স্নান করাবে চারদিন ব্যাপি মিউজিক কনফারেন্স (Music Conference)।
প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জনানোর উদ্যোগ: ২০২১ ও ২০২২-এ বহু শিল্পীকে হারিয়েছে সঙ্গীত জগৎ। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার এমনই ৪ জনকে শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে ৪ সঙ্গীত সন্ধ্যা। ১৪ এপ্রিল পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, ১৫ তারিখ বিরজু মহারাজ, ১৬ তারিখ পণ্ডিত রাজন মিশ্র ও ১৭ তারিখ পণ্ডিত আনন্দগোপালকে শ্রদ্ধা জানানো হবে। শুধু গান নয়, ৪দিনই আসর বসবে কুচিপুরি (Kuchipuri), কত্থক (Kathak), ভারত নাট্যম (Bharat Natyam) ও ওডিসি নাচের (odyssey dance)।
প্রবীণ নবীন শিল্পীদের সমাগম: এবারের সম্মেলনেও প্রবীণ শিল্পীদের পাশাপাশি, থাকছেন নবীন শিল্পীরা ৷ সুরের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাবেন উস্তাদ রাশিদ খান (Ustad Rashid Khan), পি সুব্রহ্মণ্যম (P Subrahmanyam), শ্রুজাত হুসেন খান, আমান আলি খান (Aman Ali Khan), বিক্রম ঘোষ-সহ (Bikram Ghosh) বহু বিশিষ্ট শিল্পীরা। এবার সঙ্গীত সম্মান জানানো হবে উস্তাদ রাশিদ খানকে (Ustad Rashid Khan)। সোমবার থেকে শহরের তিন জায়গায় মিলবে টিকিট। উচ্চাঙ্গ সঙ্গীতের আঙিনায় রাত জাগা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।