Suvendu Adhikari: 'কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে অবাধ ও স্বাধীন ভোট হবে না' সুপ্রিম কোর্টে মামলা খারিজের পর মন্তব্য শুভেন্দুর
রামনবমীর দিন কেন্দ্রীয় বাহিনী নামতেই সবকিছু শান্তিপূর্ণ! আর এই ছবির জেরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি আরও জোরাল হল।

কমলকৃষ্ণ দে, বিটন চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কেন্দ্রীয় বাহিনী (Central Force) ছাড়া কখনওই অবাধ ও স্বাধীন ভোট এখানে হতে পারে না। সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা খারিজ হওয়ার পর বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাৎপর্যপূর্ণভাবে, একই দাবি তুলেছে DA-র দাবিতে সরব হওয়া সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী (Central Force) না থাকলে, পঞ্চায়েত ভোট বয়কট করবে তারা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendhu Adhikari) বলছেন, কেন্দ্রীয় বাহিনী (Central Force) ছাড়া কখনওই অবাধ ও স্বাধীন ভোট এখানে হতে পারে না। হাওড়া (Howrah)-হুগলি (Hooghly) থেকে ডালখোলা! রামনবমী ঘিরে অশান্তির সাক্ষী থেকেছে সাধারণ মানুষ! কিন্তু, রামনবমীর (Ramnabami) দিন কেন্দ্রীয় বাহিনী নামতেই সবকিছু শান্তিপূর্ণ!
আরও জোরালকেন্দ্রীয় বাহিনীর দাবি: আর এই ছবির জেরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) কেন্দ্রীয় বাহিনীর দাবি আরও জোরাল হল । বিরোধীদের একটাই দাবি, একমাত্র কেন্দ্রীয় বাহিনী এলেই গ্রাম বাংলার ভোট অবাধ হওয়া সম্ভব।শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কথায়, আমার অপশন খোলা আছে । প্য়ারা মিলিটারি ফোর্স এবং নমিনেশন ফাইল, দুটোর জন্য় আমি নতুন পিটিশন করব। আমরা প্য়ারা মিলিটারি যাব এবং প্য়ারা মিলিটারি নিয়েই ভোট হবে । তাৎপর্যপূর্ণভাবে, এ দিন, বর্ধমান (Burdwan) জেলা জজ কোর্টে, DA-র দাবিতে কর্মবিরতি কর্মসূচি থেকে একই দাবি তুলল রাজ্য় সরকারি কর্মচারীদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চও ।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, যেভাবে আমরা গণতন্ত্রের নামে ভোট লুঠ দেখেছি, আমরা যাঁরা ভোট করাতে যাই, তাঁদেরকে বিবেককে বন্ধক রেখে ভোট করাতে হয়। তার প্রতিকারের ব্য়বস্থা এবার করতে হবে পঞ্চায়েত ভোটে। কেন্দ্রীয় বাহিনী না থাকলে, কোনও পঞ্চায়েত ভোট হবে না। আমরা বয়কট করব। এটা শুধুমাত্র আমাদের নিরাপত্তা নয়, সাধারণ মানুষের যে ভোটাধিকার, তাকে রক্ষা করতে হবে।
রাস্তায় কেন্দ্রীয় বাহিনী (Central Forces), শান্তিতে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti ) । পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনীর দাবি জোরাল হয়েছে রাজনৈতিক তরজায় । রাজ্য় নির্বাচন কমিশন (State Election Commission) কি শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করবে ? সেটাই বড় প্রশ্ন ।
আরও পড়ুন: ABVP Agitation:ABVP-র কলকাতা বিশ্ববিদ্যালয় বাঁচাও অভিযান ঘিরে উত্তেজনা কলেজ স্ট্রিটে






















