(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: ''যাদের লক্ষ, লক্ষ কোটি টাকার সম্পত্তি, তারা আবার কৌটো নাড়ে'', বিজেপিকে তোপ মমতার
Mamata Banarjee: বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের জন্য একের পর এক পরিষেবা চালু করেছে মমতা সরকার। তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার।
কলকাতা: আজ তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি। আর এই বিশেষ দিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বর্ষপূর্তির অনুষ্ঠানে এসে বিজেপিকে (BJP) তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মানুষের জন্য একের পর এক পরিষেবা চালু করেছে মমতা সরকার। তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার। এই ইস্যুতেই মমতা বলেন, ''আমাদের ১ কোটি ৫১ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। আরও পাঁচ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। বাকি ছিল আরও ২০ লক্ষ। আজ তাও পূরণ হয়ে গিয়েছে। মা-বোনেদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেল। আমি মনে করি টাকাটা খুব কম হলেও তা প্রচুর মা-বোনেদের উপকার হবে। যাদের লক্ষ কোটি টাকার সম্পত্তি, তারা আবার কৌটো নাড়ে।''
অমিত শাহর বঙ্গ সফর নিয়ে মমতার মন্তব্য
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 'কঠিন সময়ের' মধ্যে দিয়ে চলেছে বঙ্গ বিজেপি (BJP)। এই অবস্থায় বিধানসভা ভোটের পর প্রথমবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। সেই ইস্যুতেই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ''পেট্রোল-গ্যাস-ডিজেলের দাম বাড়াচ্ছে, মানুষের পকেট কাটছে। ওষুধের দাম বাড়ছে। অথচ রাজ্যে আসছেন অমিত শাহ। অথচ এই গুলো নিয়ে কোনও মাথাব্যথা নেই।''
আক্রমণ বিজেপিকে
মোদি সরকারের সমালোচনা
কেন্দ্রীয় সরকারকেও চড়া সুরে আক্রমণ শানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্যের মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। কেন্দ্রীয় সরকার ২ বার করে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে। পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছে। আড়াই কোটি মানুষ ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুবিধা পায়। বিনামূল্যে ডায়গনস্টিক সেন্টার হয়েছে, কেউ কখনও ভেবেছে?’