Howrah: বাগনানে আগুনে ভষ্মীভূত তিনটি দোকান
Howrah News: উলুবেড়িয়া দমকল কেন্দ্রে থেকে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল কর্মীরা।
সুনীত হালদার, হাওড়া: বাগনান (Bagnan) মানকুর মোড়ে (Mankur More) আগুনে ভষ্মীভূত তিনটি দোকান ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। গত ২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাগনান স্টেশন সংলগ্ন রেজিস্ট্রি অফিসের গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয় প্রায় ১৮টি দোকান। তার মাত্র কয়েকদিন কাটতে না কাটতেই গতকাল গভীর রাতে ফের আগুন লাগল বাগানের মানকুর মোড় সংলগ্ন ৩ দোকানে। আগুন নেভাতে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় বাগনান থানায়। উলুবেড়িয়া দমকল কেন্দ্রে থেকে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল কর্মীরা। ঘটনার পেছনে অন্তর্ঘাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা তবে এখনও পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। বাগনান থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
বিকট আওয়াজে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ
দু-দিন আগেই নিউটাউনের শাপুরজির মোড়ে ভয়াবহ আগুন লেগেছিল। গভীর রাতের নিস্তব্ধতা চিরে একের পর এক বিস্ফোরণে শব্দ। বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় নিউটাউনের শাপুরজি মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দাদের। ঘুম জড়ানো চোখে দেখেন দাউদাউ করে জ্বলছে এলাকার বাজারের একাংশ। আকাশ ছুঁয়েছে আগুনের লেলিহান শিখা। ঘন ধোঁয়া আর পোড়া গন্ধে ভারী হয়ে গেছে বাতাস। ঘড়ির কাঁটায় তখন রাত ৩ টে।
হাইটেনশন তার থেকে আগুন !
ধ্বংসস্তূপের মাঝে কান্না
দোকানের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় বিধ্বংসী রূপ নেয় আগুন। পুড়ে ছাই হয়ে যায় ৮টি দোকান। ভোররাতে দোকান খুলতে এসে তাজ্জব হয়ে যান ক্ষতিগ্রস্ত দোকানগুলির মালিক ও কর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। দমকলের ৩টি ইঞ্জিনের সাহায্যে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার নেভাতে বেশ কিছুক্ষণ সময় লাগে। বছর তিনেক আগে আরও একবার নিউটাউনের শাপুরজির মোড়ের এই অস্থায়ী বাজারে আগুন লাগে।