Titagarh News: টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতারের পর এখনও স্বপদে TMC কাউন্সিলর, ধৃত শাসক নেতা জানালেন, 'পাশে আছে দল' !
Titagarh Blast Arrested TMC Councilor Got Ruling Party Support : টিটাগড় বিস্ফোরণকাণ্ডে ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে দল?

উত্তর ২৪ পরগনা: টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। তারপরেও ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে দল ? যদিও গ্রেফতারের পর অভিযুক্ত কাউন্সিলরের দাবি, 'দল পাশে আছে..'। গত ১৯ মে তৃণমূল কাউন্সিলরের 'জবরদখল' করা ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফ্ল্যাটে মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়েছিল জানিয়ে দিয়েছিল পুলিশও।এদিকে এখনও স্বপদে কাউন্সিলর! ৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে টিটাগড়ের ৪ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল।
আরও পড়ুন, 'সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..' ! জাপানে গিয়ে ইসলামাবাদকে নিশানা অভিষেকের
ঘরটা কার দখলে ছিল?..যে ঘরটায় বিস্ফোরণ হয়েছে, সেই ঘরটা কার দখলে ছিল
ঘটনার দিন, সাত সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার টিটাগড়। টিটাগ়ড়ের বাঁশবাগান এলাকায় একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল! বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে, উড়ে যায় দেওয়ালের একাংশ। কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ল আবাসনের পাশের ঝুপড়ির ওপর। যে ফ্ল্য়াটে বিস্ফোরণ, অভিযোগ, সেই ফ্ল্য়াটটি জবরদখল করে রেখেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ঘরটা কার দখলে ছিল?..যে ঘরটায় বিস্ফোরণ হয়েছে, সেই ঘরটা কার দখলে ছিল? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, অভিযুক্ত প্রোমোটার অনিল গুপ্ত বলেছিলেন, আরমান মণ্ডলের দখলে ছিল।
প্রোমোটারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ৫ তলার ঘরটিও দখল করে রেখেছেন তৃণমূল কাউন্সিলর
এই আবাসনের ৪ তলায় থাকেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল।প্রোমোটারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ৫ তলার ঘরটিও দখল করে রেখেছেন তৃণমূল কাউন্সিলর। প্রোমোটার বলছে আপনি সব দখল করে রেখেছেন? এবিপি আনন্দ-র প্রশ্নের উত্তরে টিটাগড় পুরসভার ৪ নং ওয়ার্ডের অভিযুক্ত তৃণমূল নেতা ও কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন বলেন,আরে আমি কেন করব? ওটা তো ঘর না, ছোটো একটা হল ওটা।'
ফ্ল্য়াটে কে বা কারা বোমা মজুত করেছিল?কী উদ্দেশ্য়ে বোমা মজুত করা হয়?
তবে পুলিশের প্রাথমিক অনুমান,পাঁচতলার ওই ফ্ল্যাটের শৌচাগারে বোমা মজুত করা ছিল।মজুত বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে। কিন্তু, প্রশ্ন উঠছে,ফ্ল্য়াটে কে বা কারা বোমা মজুত করেছিল?কী উদ্দেশ্য়ে বোমা মজুত করা হয়? প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, 'তৃণমূল-কংগ্রেসের টিটাগড় কেন সারা বাংলায় কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান এরা সব ক্রিমিনালরাই হয়। ও(আরমান মণ্ডল) কুখ্যাত ক্রিমিনাল। এখানে সেনা ইন্টেলিজেন্সের দরকার আছে এই তদন্তে। 'ব্য়ারাকপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী বলেন , 'তদন্ত করে দেখা হবে।'






















