Abhishek Banerjee : 'ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে', নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের
Suvendu Adhikari : নাম না করে শুভেন্দুকে অভিষেকের খোঁচা, 'এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে'।
উত্তর দিনাজপুর : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে খোঁচার পাল্টা তাঁকে 'তৃণমূলের লক্ষ্মী' বলে সম্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নাম না করে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের খোঁচা, 'ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে'।
উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) করণদিঘির সভামঞ্চ থেকে অভিষেকের খোঁচা, 'ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও যত থাকবে তৃণমূলের লক্ষ্মী, খুব ভাল'। কিছুদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তারপর রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (Kaliagung)। এদিন করণদিঘির সভার পর হেমতাবাদে এক রাজবংশী বাড়ির দাওয়ায় বসে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্ধে বেলা তাঁদের সঙ্গে চা খাওয়াতেও যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের র্যালি করেন। গাড়ির ছাদে উঠে প্রচারে অভিষেক। যেখানে তিনি বলেন, 'ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে। যতই হেনস্থা করুক, মাথা নত করব না, হুঁশিয়ারি অভিষেকের। পঞ্চায়েত কে প্রার্থী হবে, তা ঠিক করবে জনগণ, বলেও সাফ জানিয়ে দেন অভিষেক।
এদিনই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। 'তৃণমূলে নবজোয়ার কর্মসূচির নিরাপত্তার জন্য কোষাগারে কতটাকা জমা পড়েছে ? তৃণমূল পুলিশকে ব্যক্তিগত নিরাপত্তা এজেন্সি হিসেবে ব্যবহার করছে।' জবাব চেয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- 'মেয়েকে গ্রেফতার করা অন্যায়' সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত
এদিকে, কোচবিহার, জলপাইগুড়ির পর এবার রায়গঞ্জে নবজোয়ারে বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের মধ্যেই কাড়াকাড়ি ।
আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস